Mosharraf Karim

‘ডিকশনারি’ আসলে কী? মুখ খুললেন মোশারফ

এত দিনে পাঠক জেনে গিয়েছেন, সাহিত্যিকের দু'টি ছোট গল্প ‘বাবা হওয়া' ও ‘স্বামী হওয়া' পরিচালকের আগামী ছবি ‘ডিকশনারি’তে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ২২:৫৯
Share:

অভিনেতা মোশারফ করিম

‘ডিকশনারি’তে কি সম্পর্কের সমীকরণ থাকে? ‘ডিকশনারি’ আসলে কী? পরিচালক ব্রাত্য বসুর জবানিতে, ‘‘আমি এমন এক ছবির কথা বলতে চেয়েছিলাম যা মানবসম্পর্কের রহস্যের কথা বলবে সহজ ভাবে, মানবিকতার মোড়কে। বুদ্ধদেব গুহর দুটো গল্প নিয়ে লিনিয়ার ন্যারেটিভ তৈরি করলাম। গল্প দুটো পড়েছিলাম অনেক আগে, কম বয়সে। মাথায় থেকে গিয়েছিল। দুটোকে মিশিয়ে দিলাম।’’

Advertisement

এত দিনে পাঠক জেনে গিয়েছেন, সাহিত্যিকের দু'টি ছোট গল্প ‘বাবা হওয়া' ও ‘স্বামী হওয়া' পরিচালকের আগামী ছবি ‘ডিকশনারি’তে রয়েছে। এবং এই ছবি দিয়েই প্রায় ১০ বছর পরে আবারও ছবি পরিচালনায় ফিরলেন ব্রাত্য।

‘বাবা হওয়া’ গল্পে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের তারকা অভিনেতা মোশারফ করিম এবং পৌলমী বসু। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির ডাবিং করতে কলকাতায় এসেছেন করিম। ব্রাত্যের পরিচালনায় কাজ করে কেমন লাগল তাঁর?

Advertisement

করিম স্বীকার করলেন, ‘‘শ্যুটিংয়ের পর থেকেই চাপা উত্তেজনায় ভুগছিলাম। কেমন হচ্ছে ‘ডিকশনারি’? কবে দেখব? ডাবিংয়ে এসে দেখলাম বেশ ভাল ছবি হয়েছে। প্রথম দৃশ্য থেকেই জমে গেল গল্পটা। আমি তৃপ্ত। আর এক-দু’দিনের মধ্যে ডাবিং শেষ হয়ে যাবে। আশা, দর্শকদের পছন্দ হবে।’’

করিমের প্রশংসা করেছেন পরিচালকও, ‘‘আমার তো মনে হয় মোশারফ করিম বাংলা ছবির ক্ষেত্রে একটা বড় আবিষ্কার হতে চলেছে। বাংলাদেশের স্টার ও। এই বাংলায়, এ ছবিতে অসামান্য কাজ করেছে।’’
খুশি পৌলমী বসু, নুসরত জাহানও। পৌলমীর কথায়, ‘‘আমাদের শ্যুটিং হয়েছিল মার্চে। মাঝে লম্বা লকডাউন। আনলক পর্বে আবার শ্যুটিং হয়ে ডাবিং চলছে। ভেবেছিলাম পুরনো ছন্দ হয়ত খুঁজে পাব না। কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম, কোনও অসুবিধেই নেই। এখন দর্শকেরা খুশি হলেই আমরা খুশি।’’
‘ডিকশনারি’র ‘স্বামী হওয়া’ গল্পের মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছেন নুসরত জাহান, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়। ডাবিংয়ে এসে নিজের চরিত্র ‘স্মিতা’ নিয়ে বলতে গিয়ে সাংসদ-তারকার দাবি, ‘‘একদম অন্য রকম দেখতে লেগেছে আমাকে। ডাবিং করতে এসে দেখলাম, এখানে কেউ নুসরতকে খুঁজে পাবেন না। এখানে স্মিতাই সব। চরিত্রের খাতিরে গলার স্বরও বদলিয়েছি।’’

এই প্রথম নুসরতের সঙ্গে কাজ করলেন ব্রাত্য। অভিজ্ঞতা কেমন? ‘‘নুসরত দুর্দান্ত। ওকে যা করতে বলেছি ঠিক তাই করেছে। আমার মনে হয়, নুসরত ‘ডিরেক্টর্স অ্যাক্টর’’, জানাতে দ্বিধা করেননি পরিচালক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন