With Whom Subhashree Will Be Pairing?

নতুন বছরে বড়পর্দার প্রযোজক যিশু সেনগুপ্ত, নায়িকা শুভশ্রী? পরিচালক আর নায়ক তা হলে কে?

শোনা যাচ্ছে, ডিসেম্বর মাস নাকি ছুটির মেজাজে কাটবে নায়িকার। নতুন বছর এলে তিনি ফের কাজে ব্যস্ত হয়ে পড়বেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৬:২১
Share:

যিশু সেনগুপ্ত কি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রযোজক-নায়ক? ছবি: ফেসবুক।

২০২৫-এ দম ফেলার ফুরসত পাননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সিরিজ়, সিনেমা, বিজ্ঞাপনী শুটিং-- সব মিলিয়ে তুমুল ব্যস্ততা। খবর, ডিসেম্বর মাসে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন। অর্থাৎ, নায়িকা ছুটির মেজাজে। নতুন বছর পড়লেই ফের কাজ শুরু জোরকদমে।

Advertisement

নতুন বছরে নায়িকার ঝুলিতে কী কী রয়েছে? ঘনিষ্ঠ সূত্রের খবর, নায়িকাকে নিয়ে নতুন ছবির কথা ভাবছেন পরিচালক, সঙ্গীতকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবির প্রযোজক সম্ভবত যিশু সেনগুপ্ত। ইতিমধ্যেই যিশু এ বছরের পুজোয় একটি মিউজ়িক ভিডিয়ো প্রযোজনা করেছেন। ভিডিয়োয় ইন্দ্রাশিস রায়, দর্শনা বণিক, রাহুল মজুমদার অভিনয় করেছেন। প্রযোজনার পাশাপাশি তিনি ভিডিয়োটি পরিচালনাও করেন। তার আগেই অবশ্য আনন্দবাজার ডট কম প্রথম জানিয়েছিল, ইন্দ্রদীপের ছবিও প্রযোজনা করবেন তিনি।

এখন প্রশ্ন, যিশু কি শুধুই প্রযোজক? না কি নায়কের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে?

Advertisement

অগস্টে যখন প্রথম এই খবর জানা গিয়েছিল, সে সময়ে শোনা গিয়েছিল, প্রযোজনার পাশাপাশি তিনিই নায়ক হবেন। সম্প্রতি শোনা যাচ্ছে, শুভশ্রীর বিপরীতে আবীর চট্টোপাধ্যায়কেও দেখা যেতে পারে। আর এখানেই জন্ম নিয়েছে আরও একটি প্রশ্ন। তা হলে কি ইন্দ্রদীপের ‘গৃহপ্রবেশ ২’ প্রযোজনা করবেন তিনি? সেই সম্ভাবনা নেই, এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। কারণ, প্রথম ছবির মতো দ্বিতীয় ছবিটিও প্রযোজনা করবেন প্রযোজক সমীরণ দাস।

সূত্রের খবর, নতুন আর একটি ছবি বানাতে চলেছেন ইন্দ্রদীপ। তবে শুভশ্রী এখনও চিত্রনাট্য শোনেননি। তিনি চিত্রনাট্য শোনার পর জানাবেন, অভিনয় করবেন কি না। শুভশ্রী রাজি হলে সম্ভবত জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement