Film Shooting

Hetal Dave: ভারতের প্রথম মহিলা কুস্তিগির বড় পর্দায়, কলকাতায় চলছে শ্যুটিং

প্রথম বার এক মহিলা সুমো কুস্তিগিরকে নিয়ে ছবি। কলকাতায় রমরমিয়ে চলছে শ্যুটিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১০:১০
Share:

ফাইল চিত্র।

হেতল দবে, দেশের প্রথম মহিলা সুমো কুস্তিগির। সেই হেতলের জীবনী এ বার বড় পর্দায়৷ কলকাতায় চলছে ছবির শ্যুটিং। মুখ্য চরিত্রে অভিনয় করবেন স্বয়ং হেতলই। পরিচালক জয়ন্ত রোহতগি। প্রযোজনায় ‘ফ্রেশ লাইম ট্রিগার’। ছবির নাম ‘সুমো দিদি’। কলকাতার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে- ছিটিয়ে হচ্ছে শ্যুটিং। বিধাননগর ফোর্স অ্যাকাডেমিতে চলছে শ্যুটিং। হেতলের জীবনের ওঠা-পড়া সেলুলয়েডে ফুটিয়ে তুলতে চান পরিচালক। ২৫ জুন অবধি কলকাতায় হবে ছবির শ্যুটিং। তারপর টিম উড়ে যাবে মুম্বই, পরে জাপান। এর আগে মহিলা হকি খেলোয়াড়দের নিয়ে ছবি তৈরি হয়েছে হিন্দিতে৷ ক্রিকেট নিয়েও ছবি দেখা গিয়েছে। কিন্তু সুমো কুস্তি নিয়ে হিন্দিতে এই প্রথম বার ছবি তৈরি হতে চলেছে৷ যে ছবির অনেক অংশ জুড়েই দেখা যাবে শহর কলকাতাকে। হকি, ক্রিকেটের পর এই ছবি দর্শকমনে কতটা জায়গা করে নিতে পারে, তা তো সময়ই বলবে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন