জন্মাষ্টমীর পুজোয় ব্যস্ত নুসরত-যশ! ছবি: সংগৃহীত।
থরে থরে সাজানো ফল, মিষ্টি। চারিদিকে ফুলের সাজ। উপলক্ষ জন্মাষ্টমীর পুজো। রাধা-কৃষ্ণের পুজোয় সকাল থেকে ব্যস্ত অভিনেতা যশ দাশগুপ্ত। পরনে সাদা পাজামা, পাঞ্জাবি। গলায় জড়ানো ওড়না। হাতে মিষ্টির থালা নিয়ে ঠাকুরের সামনে বসে রয়েছেন নায়ক। সেই একই জায়গায় বসে নানা ভাবে ছবি তুলেছেন অভিনেত্রী নুসরত জাহানও।
একসঙ্গে ফ্রেমে না দেখা গেলেও ছবিতে স্পষ্ট, দু’জনেই আছেন এক জায়গায়। এ দিন ছাইরঙা শাড়িতে সেজেছিলেন নায়িকা। দুই অভিনেতা-অভিনেত্রীকে একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শক। মাঝে শুরু হয়েছিল বিপুল বিতর্ক। যদিও এত দিন কোনও মন্তব্যই করেননি তাঁরা।
শোনা গিয়েছিল, যশ এবং নুসরতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ‘আড়ি’ মুক্তি পাওয়ার পরেই নাকি তাঁদের আড়ি হয়ে গিয়েছে। এমনকি, আলাদা আলাদা বাড়িতে থাকছিলেন তাঁরা। যদিও স্বাধীনতা দিবসে অভিনেতা-অভিনেত্রীর বিশেষ ভিডিয়ো, তার পরে জন্মাষ্টমীর ছবি সেই ধোঁয়াশা অনেকটা কাটিয়ে দিল বলে অনুরাগীদের বক্তব্য। নুসরত এবং যশ দু’জনকেই ভালবাসায় মুড়িয়েছেন দর্শকেরা।
কেউ লিখেছেন, ‘ভাল লাগছে দেখতে।’ আবার কারও মন্তব্য, ‘আপনাদের কেন একসঙ্গে দেখা যাচ্ছে না?’ আবার কেউ জানতে চেয়েছেন, ‘আপনাদের ঝগড়া কি মিটে গিয়েছে?’ কারও প্রশ্নে যদিও উত্তর দেননি নায়ক, নায়িকা। তবে জন্মাষ্টমীতে নায়ক, নায়িকার এমন ছবি দেখে খুশি অনুরাগীদের একাংশ।