Zubeen Garg Fans

জ়ুবিনের আপ্তসহায়কের বাড়িতে চড়াও উত্তেজিত অনুরাগীরা! গায়কের মৃত্যু মেনে নিতে না পেরে কী কাণ্ড ঘটালেন?

প্রিয় গায়কের মৃত্যু এখনও মেনে নিতে পারছে না অসমবাসী। কী হয়েছিল তাঁর? উত্তর এখনও অস্পষ্ট। অসম সরকারের উদ্যোগে তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭
Share:

জ়ুবিন গার্গ। ছবি: সংগৃহীত।

জ়ুবিন গার্গের মৃত্যুর এক সপ্তাহ পার। কিন্তু, ঠিক কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট হয়নি। এ বার ধৈর্যের বাঁধ ভাঙছে অনুরাগীদের। সূত্রের খবর, ইতিমধ্যেই জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে চড়াও হন একদল অনুরাগী। বৃহস্পতিবার পরিস্থিতি খানিক বেসামাল হয়েছিল বলে খবর সূত্রের।

Advertisement

প্রিয় গায়কের মৃত্যু এখনও মেনে নিতে পারছে না অসমবাসী। কী হয়েছিল তাঁর? উত্তর এখনও অস্পষ্ট। অসম সরকারের উদ্যোগে তদন্ত চলছে। এই কাণ্ডে নাম জড়িয়েছিল গায়কের আপ্তসহায়কের। তাঁর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছিল। যদিও জ়ুবিনের স্ত্রী গরিমাই সেই অভিযোগ তুলে নেওয়ার অনুরোধ জানান, যাতে গায়কের শেষকৃত্যে থাকতে পারেন তাঁর এত দিনের আপ্তসহায়ক। তবে শোনা যাচ্ছে, তাঁর বাড়িতে চড়াও হয় উত্তেজিত অনুরাগীর দল। সেইসঙ্গে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাথর ছোড়া হয় বলেও খবর। শুধু তা-ই নয়, গায়কের মৃত্যুর খবর মেনে নিতে না পেরে এক অনুরাগী গুয়াহাটির এক সেতু থেকে নদীতে ঝাঁপ দেন বলেও খবর। সূত্রের খবর, ওই ব্যক্তিকে শান্ত করার চেষ্টা করলেও তিনি মানতে চাননি। যদিও, আপাতত তিনি সুস্থ বলে খবর।

জ়ুবিনের অনুরাগীরা ক্ষুব্ধ। তাঁরা দ্রুত সিদ্ধার্থ ও অনুষ্ঠান আয়োজক শ্যামকানু মহন্তের গ্রেফতারি চান। শ্যামকানুর তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হয় ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’, যেখানে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জ়ুবিন। ফেরেন কফিনবন্দি হয়ে। গায়কের মৃত্যুর তদন্ত চলাকালীনই একের পর এক ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে, যা আরও বেশি করে উত্তেজনা ছড়াচ্ছে অনুরাগীদের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement