Zubeen Garg Birthday

জ়ুবিনের জন্মদিন, গায়কের অনুপস্থিতিতেও খামতি নেই আয়োজনে, কী ভাবে উদ্‌যাপন হচ্ছে?

গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জ়ুবিনের। বেঁচে থাকলে মঙ্গলবার ৫৪ পূর্ণ করতেন তিনি। গায়কের জন্মদিন কী ভাবে উদ্‌যাপন করছেন স্ত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৫:০৬
Share:

জ়ুবিন গার্গ। ছবি: সংগৃহীত।

গত সেপ্টেম্বর মাসে অকালপ্রয়াণ হয় জ়ুবিন গার্গের। তাঁর মৃত্যু নিয়ে একাধিক রহস্য। অসমের অনেকেই দাবি করেছেন, জ়ুবিনকে খুন করা হয়েছে। তদন্ত চলছে। এর মাঝেই, মঙ্গলবার গায়কের ৫৪তম জন্মদিন। জ়ুবিনের অপূর্ণতাকে পূর্ণ করছেন তাঁর অনুরাগীরা।

Advertisement

গায়কের গুয়াহাটির বাড়ির সামনে মধ্যরাত থেকে ভিড় জমান তাঁর অনুরাগীরা। বড় বড় চকোলেট কেক কাটা হয় তাঁর ছবির সামনে। পথচারীদের কেক বিতরণ করেন অনুরাগীরা। গায়কের বাড়ির ভিতরেও আয়োজন হয়। জ়ুবিনের জন্য গোটা লোহার দরজা সাজানো হয়েছে নীল-সাদা বেলুন দিয়ে। সঙ্গে পাতা হয় লাল গালিচা। স্বামীর জন্মদিন উপলক্ষে অনুরাগীদের বিশেষ আয়োজনে সঙ্গ দিলেন স্ত্রী গরিমা শঈকীয়া। এ ছাড়াও গায়কের জন্মদিনে কোথাও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, আবার কোনও কোনও স্কুলেও গায়কের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। গায়ক-পত্নী গরিমা লেখেন, ‘‘ এই জন্মদিন থেকে আগামী প্রতিটা জন্মদিনে আমরা নিজেদের গল্প শুরু করব। যেখানে থেকো ভাল থেকো।’’

জ়ুবিনের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবির। ছবি: সংগৃহীত।

গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জ়ুবিনের। সিঙ্গাপুরেই প্রথম ময়নাতদন্ত হয় তাঁর দেহের। এর পরে গুয়াহাটিতে মরদেহ নিয়ে আসা হলে আরও এক বার ময়নাতদন্ত হয়। সিঙ্গাপুর পুলিশের দাবি, গায়কের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। কিন্তু অনুরাগীরা এই দাবি মানতে নারাজ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও মনে করছেন, তাঁকে হত্যা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই দাবির পরে অনুরাগীরা ফের পথে নেমেছেন। তাঁদের একটাই দাবি, অবিলম্বে জ়ুবিনের মৃত্যুর বিচার চাই। এর মাঝেই মুক্তি পায় জ়ুবিন অভিনীত শেষ ছবি ‘রৈ রৈ বিনালে’। অসমের চলচ্চিত্র জগতে ব্যবসার নিরিখে নজির গড়েছে এই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement