Zubeen Garg Last Video

সমুদ্রে ঝাঁপ দেওয়ার ভিডিয়োয় জ়ুবিন গার্গ? সমাজমাধ্যমে শোরগোল, জানা গেল গায়কের মৃত্যুর আসল কারণ!

স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় জ়ুবিনের, জানা যায় এমনই। এক ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল। কী রয়েছে তাতে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২১
Share:

শেষ মুহূর্তে কী ঘটেছিল জ়ুবিনের সঙ্গে? ছবি: সংগৃহীত।

সিঙ্গাপুরে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জ়ুবিন গার্গের। ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন তিনি। ২০ এবং ২১ সেপ্টেম্বর অনুষ্ঠান করার কথা ছিল। তার ঠিক এক দিন আগেই ঘটল অঘটন। স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হল জ়ুবিনের। গায়কের শেষ মুহূর্তের একটি ভিডিয়ো প্রকাশ্যে। সেখানেই ধরা পড়ল তাঁর মৃত্যুর আসল কারণ। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা। ছবি: সংগৃহীত।

একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছে। সেখানে এক ব্যক্তিকে দেখা গিয়েছে একটি তরী থেকে লাইফ জ্যাকেট পরেই জলে ঝাঁপ দেন। খানিক ক্ষণ সাঁতারও কাটেন। তার পর আবার জলে ঝাঁপ দেন। সেই সময় পরনে ছিল না লাইফ জ্যাকেট। সমাজমাধ্যমে অনেকেরই দাবি, ওই ব্যক্তিই আসলে জ়ুবিন গার্গ। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগল ।

যদিও ওই অনুষ্ঠানের আয়োজকের তরফে জানানো হয়, স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের। আইসিইউ-তে ভর্তি করা হলে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে। শোকপ্রকাশ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “অসমের বড় ক্ষতি। ভাষায় প্রকাশ করতে পারব না জ়ুবিন আমাদের কাছে কী ছিল। যে শূন্যস্থান রেখে গেল তা পূরণ করা অসম্ভব।” আগামী কাল গায়কের অন্ত্যোষ্টি ক্রিয়া সম্পন্ন হবে। গুয়াহাটি সারুসাজাই স্টেডিয়ামে রাখা হবে গায়কের মরদেহ। সেখানেই শেষশ্রদ্ধা জানাতে পারবেন তাঁর অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement