জ়ুবিন গার্গ। ছবি: সংগৃহীত।
জ়ুবিন গার্গের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে চার জনকে। এ বার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম। এ বার যেন সর্ষের মধ্যেই ভূত। গায়কের তুতো ভাই সন্দীপন গার্গকে গ্রেফতার করা হল। তিনি অসম পুলিশে কর্মরত।
সিঙ্গাপুরে যখন গায়ক জলে ডুবে মারা যান, সেই সময় নাকি তাঁর সঙ্গে ছিলেন এই তুতো ভাই সন্দীপন। সেই কারণে অসম গোয়েন্দা বিভাগ তাঁকে হেফাজতে নিয়েছে। এই মুহূর্তে চলছে জিজ্ঞাসাবাদ। জ়ুবিনের ঘটনায় ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছে প্রয়াত গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মাকে। তা ছাড়া জ়ুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামীকেও গ্রেফতার করা হয়েছে। ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ও আর এক সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্তকেও গ্রেফতার করা হয়েছে। জ়ুবিনের মৃত্যুর আগে তাঁর দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন হয়েছিল, এমনটাও জানা যায়। এ দিকে জ়ুবিনের স্ত্রী গরিমা শঈকীয়া স্বামীর মৃত্যুতে বিচার চাইছেন। পাশপাশি গায়কের শেষ ছবি ‘রই রই বিনালে’ মুক্তির তোড়জোড় করছেন।