Zubeen Garg wife on his death

‘জোর করে নিয়ে গিয়েছিল’! স্বামীর মৃত্যুতে কার দিকে আঙুল তুললেন জ়ুবিন গার্গের স্ত্রী?

সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন জ়ুবিন। কিন্তু, অনুষ্ঠান করার আগেই দুর্ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর কারণে বাতিল হয়ে যায় সমস্ত অনুষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৩:৫৭
Share:

কী অভিযোগ জ়ুবিনের স্ত্রীর? ছবি: সংগৃহীত।

প্রায় দুই সপ্তাহ কাটল। এখনও জ়ুবিন গার্গের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটল না। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন গায়কের স্ত্রী গরিমা শইকীয়া। ওই সময় ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল? শিল্পীর আপ্তসহায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন গরিমা?

Advertisement

সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন জ়ুবিন। কিন্তু, অনুষ্ঠান করার আগেই দুর্ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর কারণে বাতিল হয়ে যায় সমস্ত অনুষ্ঠান। ভেঙে পড়েন গায়কের কোটি কোটি ভক্ত। শোকস্তব্ধ হয়ে যায় গোটা অসম। তাঁর শেষকৃত্যে নামে মানুষের ঢল।

সম্প্রতি, ‘সিঙ্গাপুর পুলিশ ফোর্স’ গায়কের ময়নাতদন্তের যে রিপোর্ট পাঠিয়েছে তাতে স্পষ্ট লেখা সাঁতার কাটতে গিয়েই মৃত্যু হয়েছে জ়ুবিনের। কোনও রকম ষড়যন্ত্র বা রহস্যের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তাঁরা। কিন্তু, গায়কের স্ত্রীর দাবি, জ়ুবিনকে অপ্রত্যাশিত ভাবেই একটি পিকনিকে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুষ্ঠান করে ক্লান্ত হয়ে পড়া জ়ুবিনকে জোর করে পিকনিকে এবং সেখানে সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি গরিমার। তাঁর প্রশ্ন, “ম্যানেজার উপস্থিত থাকা সত্ত্বেও ওঁর (জ়ুবিন) খেয়াল রাখা হল না কেন? আমরা আমাদের সাংস্কৃতিক আইকনকে হারালাম।” উল্লেখ্য, ইতিমধ্যেই জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গরিমার কথায়, ১৮ সেপ্টেম্বর রাতেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল তাঁর। তখনও কোনও পিকনিকের কথা উল্লেখ করেননি জ়ুবিন। গরিমা বলেন, “সাধারণত দিনের বেলা ঘুমোত। হয়তো জোর করে নিয়ে গিয়েছিল। ওষুধও চলছিল ওঁর— জানি না সেটাও ঠিক করে দেওয়া হয়েছিল কি না।” তিনি আরও বলেন, “অনেক কিছু হয়ে থাকতে পারে। স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু নয় এটা। তদন্ত চলছে। আমরা সকলেই জানতে চাই যে আসলে কী হয়েছিল। আইনি ব্যবস্থায় ভরসা আছে। অসমের মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছেন। আমি নিশ্চিত, খুব শীঘ্রই বিচার পাব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement