Shobdo Jobdo 2025

সাফল্যের সঙ্গে শেষ হল ‘শব্দ-জব্দ ২০২৫’, সেরার শিরোপা জিতল কে?

আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর সেরার শিরোপা জিতে নিল ‘কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল’, নদিয়া।

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৯:১৬
Share:

বিজয়ীদের সঙ্গে মঞ্চে সঞ্চালক-সহ বিশিষ্ট অতিথিরা (নিজস্ব চিত্র)।

শেষ হল দু’মাস ধরে চলা বাংলা শব্দের মগজাস্ত্রের মারপ্যাঁচ। আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর সেরার শিরোপা জিতে নিল ‘কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল’, নদিয়া। অন্তিম পর্বে ১৫টি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনাল জিতে নিল এই তিনটি স্কুল।

Advertisement

প্রথম: কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল (নদিয়া), প্রাপ্ত নম্বর - ৪১৫

দ্বিতীয়: চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় (হুগলি), প্রাপ্ত নম্বর - ৪১০

Advertisement

তৃতীয়: অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, দমদম (উত্তর ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর -৩৮০

চূড়ান্ত পর্বের হাড্ডাহাডি লড়াইয়ের কিছু মুহূর্ত। (নিজস্ব চিত্র)

বাংলা শব্দের এই মজার খেলা জিততে প্রয়োজন বুদ্ধির। বুদ্ধি প্রয়োগ করেই প্রতিযোগীরা নিজের সেরাটা দিয়েছে, প্রমাণ করে দিয়েছে বাংলা ভাষাকে ভবিষ্যৎ প্রজন্ম নিজের মেধা ও উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি প্রবাদপ্রতিম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাদপ্রতিম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। (নিজস্ব চিত্র)

শব্দ নিয়ে খেলার মধ্য দিয়েই বাংলা ভাষাকে শিকড়ের সঙ্গে জুড়ে রাখাই ‘শব্দ-জব্দ’-এর প্রধান উদ্দেশ্য। ‘শব্দ-জব্দ ২০২৫’-এর মূল পর্বের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল রবীন্দ্র সদনে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইআইআইএলএম’-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর আর.পি বন্দ্যোপাধ্যায়, ‘কিকু নুডুলস্’-এর চিফ মার্কেটিং অফিসার রিতিকা বড়ুয়া এবং ম্যানেজিং ডিরেক্টর অমৃত দেওড়া, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’-র প্রো চ্যান্সেলর এবং অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং ‘স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন’, ‘ফাইন আর্টস অ্যান্ড ডিজ়াইন’ এবং ‘পারফর্মিং আর্টস’-এর ডিন ও ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’-এর ডিজিটাল মিডিয়া ডিরেক্টর অধ্যাপিকা মিনাল পারীক এবং ‘মনজিনিস’-এর অধিকর্তা শর্মিষ্ঠা ঘোষ।

এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করেছেন আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement