Shobdo Jobdo 2025

মাতৃভাষার মর্যাদা রক্ষায় শিক্ষার হাতছানি— ‘শব্দ-জব্দ’ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা ভাষার পুনর্জাগরণ, লিখছেন শিক্ষিকা মৌসুমী রায়

নিজের ভাষাকে তুচ্ছ করে অন্য ভাষাকে গুরুত্ব দেওয়া কখনো গর্বের নয়, বরং তা আত্ম-অবমাননার নামান্তর। আমাদের উচিত, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনা—গর্ব করা নিজের মাতৃভাষায়, গড়ে তোলা এক ভাষাপ্রেমী আগামী প্রজন্ম।

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৩:০১
Share:

প্রতীকী চিত্র (ইনসেটে: দমদম আদিত্য অ্যাকাডেমী বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমী রায় )।

বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের আত্মার ভাষা।

Advertisement

এই ভাষাতেই আমরা আমাদের গভীরতম অনুভূতি, আনন্দ, বেদনা ও ভালোবাসা প্রকাশ করতে পারি। বাংলা শুধু একটি ভাষা নয়, এটি আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ, আমাদের আবেগ, সংস্কৃতি ও চিন্তাভাবনা সবকিছুর এক প্রকৃত রূপ।

কিন্তু আজ আমরা নিজেরাই বাংলা ভাষার গৌরবকে আড়ালে ঠেলে দিচ্ছি। আধুনিকতার দোহাই দিয়ে মাতৃভাষাকে অবহেলা করা যেন এক নতুন অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু মনে রাখা দরকার—কোনও ভাষাই ছোট নয়, প্রতিটি ভাষাই তার নিজস্ব মর্যাদায় মহান। তাই নিজের ভাষাকে তুচ্ছ করে অন্য ভাষাকে গুরুত্ব দেওয়া কখনো গর্বের নয়, বরং তা আত্ম-অবমাননার নামান্তর। আমাদের উচিত, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনা—গর্ব করা নিজের মাতৃভাষায়, গড়ে তোলা এক ভাষাপ্রেমী আগামী প্রজন্ম। মাতৃভাষাই হোক আমাদের চেতনার মূল ভিত্তি।

Advertisement

এই প্রসঙ্গে দমদম আদিত্য অ্যাকাডেমী বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমী রায় জানিয়েছেন, “বাঙালিকে বাংলা ভাষার মর্ম মনে করিয়ে দেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ এই ‘শব্দ-জব্দ’ প্রতিযোগিতার প্রতি। এটি বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করে তোলে। শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বাংলা শব্দ ভান্ডার সম্পর্কে অনেক কিছু জানতে পারে। আমি একজন শিক্ষিকা হিসাবে বিশেষত একজন বাংলার শিক্ষিকা হিসেবে বিশেষভাবে গর্বিত, যে আমাদের বাংলা ভাষাকে সাদরে সম্মান জানানো হচ্ছে এই প্রতিযোগিতার মাধ্যমে।”

তিনি আরও বলেছেন, “বাংলা আমাদের মাতৃভাষা। মাতৃভাষাকে যে ভালবাসে তার কাছে অন্য যে কোনও ভাষাও অনেক সহজ হয়ে যায়। তাই প্রথমেই বলা উচিত, নিজের ভাষাকে ভালবাসো নিজের ভাষাকে সম্মান দাও। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ নিজের ভাষাকে ভালবাসো। বাংলায় বই পড়ো। বর্তমানে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বাংলার প্রতি একটা ভীতি দেখা যায়। সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে বাংলা তোমার নিজের ভাষা। মা যেমন তোমার নিজের তেমনি বাংলা ভাষাটাও তোমার নিজের তাই তাকে ভয় পেও না। বাংলা তোমার নিজের ভাষা, তাই বাংলাটা আমার ঠিক আসে না এটা না বলে বাংলাটাই আমার ভাষা এটা বলতে শেখো দেখবে নিজেকেই নিজে সম্মান দিতে শিখবে।”

পশ্চিমবঙ্গের ১৫টি জেলার ২৫০টিরও বেশি স্কুলে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’ শুরু হয়েছে। এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement