Shobdo Jobdo 2025

বিশ্ব দরবারে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে শব্দের যুদ্ধে শিক্ষার্থীদের অভিনব মঞ্চ ‘শব্দ-জব্দ’, লিখছেন শিক্ষিকা মনামী নাগ

তথ্যপ্রযুক্তির এই অন্ধ প্রতিযোগিতায় বাংলা ভাষাকে আরও বেশি করে বিশ্বের আঙ্গিনায় শিক্ষার্থীদের মাধ্যমে তুলে ধরার এক অভিনব প্রয়াস এই ‘শব্দ-জব্দ’।

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৩:০৯
Share:

প্রতীকী চিত্র (ইনসেটে: এপি নগর অতুল কৃষ্ণ রায় বিদ্যায়তনের প্রধান শিক্ষিকা মনামী নাগ )।

কথায় বলে ‘শব্দব্রহ্ম’। মানুষ নিজের ভাব প্রকাশের জন্য শব্দের আশ্রয় নেয়। তাই আনন্দবাজার ডট কমের ‘শব্দ-জব্দ’ এমন একটি অভিনব প্রয়াস, যেখানে শিক্ষার্থীরা শব্দের মাধ্যমে তাদের বোধ, বিচার ও বুদ্ধির পরীক্ষা দেয়।

Advertisement

এখানে ২০২৪ সালে এই রাজ্যের ১২টি জেলার ৪২টি শহরের ২০০টিরও বেশি বিদ্যালয় এতে অংশগ্রহণ করেছে। প্রথম ধাপে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাঙ্গণে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। তার মধ্যে থেকে মাত্র তিনজন প্রতিনিধি হয়ে পরবর্তী স্তরে অংশগ্রহণ করবে। দ্বিতীয় ধাপে জেলা স্তরে এই প্রতিযোগিতায় জেলাভিত্তিক লড়াইয়ে কিছু বিদ্যালয়কে বেছে নেওয়া হবে। সর্বশেষ ধাপে বিভিন্ন জেলা থেকে এই বিদ্যালয়গুলি কলকাতায় অন্তিম লড়াইয়ের জন্য প্রস্তুত হবে ও ফাইনালে তাদের মধ্যে থেকে প্রথম তিনটি বিদ্যালয় সেরা হিসেবে নির্বাচিত হবে। এই খেলা তিনটি রাউন্ডে খেলা হয়।

বিশ্বমঞ্চের আঙিনায় যখন সমস্ত ভাষারা নিজ নিজ অস্তিত্বের লড়াইয়ে মত্ত তখন বাংলা ভাষা কি করে পিছিয়ে থাকে? আর তথ্যপ্রযুক্তির এই অন্ধ প্রতিযোগিতায় বাংলা ভাষাকে আরও বেশি করে বিশ্বের আঙ্গিনায় শিক্ষার্থীদের মাধ্যমে তুলে ধরার এক অভিনব প্রয়াস এই ‘শব্দ-জব্দ’।

Advertisement

এই প্রয়াস হয় তো ইংরেজি বানান যুদ্ধ ‘Spell-a-thon’-এর সঙ্গে তুলনীয় হতে পারে কিন্তু আনন্দবাজার ডট কম তাদের স্বাতন্ত্র বজায় রেখে খুব সুন্দরভাবে এই ছক ভাঙ্গা খেলা এমনভাবে তৈরি করেছে যাতে বাংলা ভাষা ও সংস্কৃতির মান অক্ষুন্ন থাকে বিশ্বের দরবারে বাংলা ভাষাকে আরেক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে।

এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement