Shobdo Jobdo 2025

বাংলা শব্দে মগজাস্ত্রের লড়াই: ভাষা ও সংস্কৃতিচর্চায় অনন্য উদ্যোগ ‘শব্দ-জব্দ’, কলমে শিক্ষিকা অজন্তা চৌধুরী

“অদূর ভবিষ্যতে এই খেলা খেলতে খেলতে শিক্ষার্থীদের বাংলা শব্দ ভান্ডার আরও সমৃদ্ধ হবে এই আশা রাখি।”

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৬:০৪
Share:

প্রতীকী চিত্র (ইনসেটে: যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের সহ প্রধান শিক্ষিকা অজন্তা চৌধুরী)।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের মধ্যে বাংলা শব্দকে নিয়ে মগজের লড়াইয়ের এক অভিনব আয়োজন করেছে আনন্দবাজার ডট কম। এই উদ্যোগ এককথায় তুলনাহীন। এই খেলায় একদিকে যেমন শিক্ষার্থীরা আনন্দ উপভোগ করছে, আবার অন্য দিকে তাদের মগজাস্ত্রে শানও হচ্ছে।

Advertisement

এই প্রসঙ্গে, যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের সহ প্রধান শিক্ষিকা অজন্তা চৌধুরী বলেছেন, “অদূর ভবিষ্যতে এই খেলা খেলতে খেলতে শিক্ষার্থীদের বাংলা শব্দ ভান্ডার আরও সমৃদ্ধ হবে এই আশা রাখি। এমন সুন্দর ভাবনা ও পরিকল্পনার জন্য আনন্দবাজার ডট কমকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।”

এ ছাড়াও তিনি আরও জানিয়েছেন, “আমাদের বিদ্যালয়ে বাংলা ভাষা চর্চার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়। আমাদের লাইব্রেরিতে প্রায় আট হাজারের কাছাকাছি গল্পের বই আছে। ছাত্রীরা লাইব্রেরি পিরিয়ডে নিয়মিত গল্পের বই পড়ে। ইচ্ছে হলে বাড়িতেও তারা বই নিয়ে যেতে পারে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি পায়। সঠিক বানান সম্বন্ধেও তাদের ধারণা জন্মায়। এ ছাড়া ক্লাসে নিয়মিত গল্প লিখন, পত্র লিখন ইত্যাদির অভ্যাস করানো হয়। আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের জন্য নানা ধরনের গান, আবৃত্তি ছাত্রীদের শেখানো হয়।”

Advertisement

শিক্ষিকা অজন্তা চৌধুরী বলেছেন, “এই অভ্যাসের ফলে শিক্ষার্থীরা যেমন বাংলা ভাষার সঙ্গে পরিচিত হয়, তেমনই আমাদের বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য ইত্যাদির সঙ্গেও পরিচিত হয়।”

পশ্চিমবঙ্গের ১৫টি জেলার ২৫০টিরও বেশি স্কুলে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’ শুরু হয়েছে। এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement