Shobdo Jobdo 2025

মগজাস্ত্রের খেলায় কোন ১৫টি স্কুল গেল এগিয়ে? এক নজরে ‘শব্দ-জব্দ ২০২৫’-এর অন্তিম পর্বের প্রতিযোগীদের তালিকা

চূড়ান্ত পর্বের প্রথম পর্যায় থেকে মোট ৪৪টি টিম অর্থাৎ স্কুলকে বেছে নেওয়া হয়েছিল দ্বিতীয় পর্যায় অথবা সেমিফাইনালের জন্য। সেই ৪৪টি দলের মধ্যে থেকে ১৫টি স্কুল পৌঁছে গিয়েছে শেষ পর্যায়ে।

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৫:২৮
Share:

চূড়ান্ত পর্বের লড়াইয়ে শিক্ষার্থীরা (নিজস্ব চিত্র)।

জমে উঠেছে ‘শব্দ-জব্দ ২০২৫’-এর চূড়ান্ত পর্বের লড়াই। শব্দের মজার খেলায় দ্বিতীয় পর্ব অর্থাৎ সেমিফাইনাল রাউন্ড থেকে ১৫টি স্কুল অন্তিম পর্যায় পৌঁছেছে। একনজরে দেখে নেওয়া যাক কোন ১৫টি স্কুলের মধ্যে হবে শেষ পর্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই।

Advertisement

রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগনা

ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল, পূর্ব মেদিনীপুর

Advertisement

কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদিয়া

হিন্দু স্কুল, কলকাতা

লালবাগ এম.এম.সি. গার্লস হাই স্কুল, মুর্শিদাবাদ

সন্তময়ী উচ্চ বালিকা বিদ্যালয়, পুরুলিয়া

মেমারি ভি.এম. ইনস্টিটিউশন ইউনিট-১, পূর্ব বর্ধমান

জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুল, ঝাড়গ্রাম

সিউড়ি পাবলিক ও চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, বীরভূম

হাট সরবেড়িয়া ডঃ বি.সি. রায় এস.এস. নিকেতন, পশ্চিম মেদিনীপুর

শিবপুর এস.এস.পি.এস. বিদ্যালয়, হাওড়া

চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, হুগলি

অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, দমদম, উত্তর ২৪ পরগনা

কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয়, বাঁকুড়া

আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এ রাজ্যের মোট ২৫০টিরও অধিক স্কুল এবং ৬০ হাজারের অধিক শিক্ষার্থী প্রাথমিক পর্বে অংশগ্রহণ করেছে।

প্রতিযোগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে (নিজস্ব চিত্র)।

চূড়ান্ত পর্বের প্রথম পর্যায় থেকে মোট ৪৪টি টিম অর্থাৎ স্কুলকে বেছে নেওয়া হয়েছিল দ্বিতীয় পর্যায় অথবা সেমিফাইনালের জন্য। সেই ৪৪টি দলের মধ্যে থেকে ১৫টি স্কুল পৌঁছে গিয়েছে শেষ পর্যায়ে।

স্কুলগুলির মধ্যে সকাল থেকেই উত্তেজনা তুঙ্গে। প্রতিটি স্কুল থেকে তিন জন শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সেরা ১৫টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। এবার শুধুই সময়ের অপেক্ষা দেখার সেরা কোন তিন স্কুল জিতে নেবে বিজয়ীর খেতাব।

এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement