Indoor Walking for Weight Loss

পুজোয় জিমে ছুটি, ভূরিভোজের ধাক্কা সামলাতে বাড়িতেই হাঁটুন তিন উপায়ে, জমবে না মেদ

এক কেজি ওজন ঝরাতে যতটা বেগ পেতে হয়, তা যদি পুজোর চার দিনেই বেড়ে যায় আফসোসের সীমা থাকবে না। জিম নয়, জগিং-ও নয়, এই কাজে সাহায্য করবে বাড়িতেই হাঁটাহাটি, তবে সোজা পথে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৭
Share:

সোজা হাঁটা নয়, ঘরে কী ভাবে হেঁটে পুজোয় বাড়তি ক্যালোরি ঝরিয়ে ফেলবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

পুজো মানেই নিয়ম মেনে শরীরচর্চায় ইতি। বাড়তি পান-ভোজন। উৎসব-পার্বণে বেনিয়ম হলে ক্ষতি কী!

Advertisement

কিন্তু এক কেজি ওজন ঝরাতে যতটা বেগ পেতে হয়, তা যদি পুজোর চার দিনেই বেড়ে যায় আফসোসের সীমা থাকবে না। জিম নয়, জগিং-ও নয়, এই কাজে সাহায্য করবে বাড়িতেই হাঁটাহাটি, তবে সোজা পথে নয়।

আটের মতো হাঁটা: খাওয়া-দাওয়ার অন্তত ঘণ্টাখানেক পরে এমন ভাবে হাঁটাহাটি করতে পারেন। ছাদে কিংবা ঘরেই হাঁটুন ৮-এর মতো। ইংরেজি আট অক্ষর কল্পনা করে সেই ভাবে হাঁটতে থাকুন। সোজা হাঁটার বদলে ক্রমাগত দিক পরিবর্তনে মাংসপেশি সবল হবে। ক্যালোরি খরচ হবে দ্রুত। সাধারণ ভাবে হাঁটার চেয়ে এই হাঁটায় ৪০ শতাংশ বেশি শক্তিক্ষয় হয়।

Advertisement

কোনাকুনি হাঁটা: ঘরের মধ্যে কোনাকুনি হাঁটুন। সোজা হাঁটার চেয়ে এতে কোমরের ব্যায়াম বেশি ভাল হয়। বিশেষত কোমরের নিম্নাংশের মেদ ঝরাতে এটি বেশি সহায়ক। ক্যালোরি খরচও বেশি হয় এতে। ফুসফুসের কার্যক্ষমতাও এতে বৃদ্ধি পায়।

সিঁড়ি দিয়ে ওঠা-নামা: সিঁড়ি দিয়ে বার কয়েক ওঠানামা করে নিন। সিঁড়ি দিয়ে উঠলে শরীরের একাধিং মাংসপেশির ভাল ব্যায়াম হয়। অক্সিজেনের বেশি দরকার হয়। মেদও গলে দ্রুত। বার কয়েক ওঠানামা করে দিনের বাড়তি ক্যালোরি কিছুটা হলেও ঝরিয়ে ফেলা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement