Different Usage of Lemon

গরমে লেবু কী কী কাজে লাগাতে পারেন? ৪ রকম ব্যবহার জেনে নিন

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৯:৩১
Share:

ছবি : সংগৃহীত।

বাজারে এখন পাতিলেবু সুলভ। গরমে তৃষ্ণা নিবারণের জন্য তা দিয়ে শরবত তো খেয়েই থাকেন। কেউ কেউ আবার বিপাকের হার ভাল রাখার জন্য গরমজলে লেবু এবং মধু মিশিয়েও খান। গ্রীষ্মের দুপুরে ডাল-ভাতের সঙ্গে এক কোয়া লেবু তো জরুরিই। তবে লেবু দিয়ে এ ছাড়াও আরও অনেক কাজ হতে পারে।

Advertisement

ত্বকের পরিচর্যা

লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে। লেবু, মধু এবং অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক বানিয়ে মুখে লাগান। এটি রোদে পুড়ে যাওয়া ত্বক থেকে ট্যান তুলতেও সাহায্য করে।

Advertisement

স্যালাড ড্রেসিং

স্বাস্থ্যসচেতনেরা তাঁদের স্বাস্থ্য ভাল রাখার জন্য স্যালাড খান। কাঁচা বা সেদ্ধ সব্জি দিয়ে সেই স্যালাডে স্বাদ আনতে একাই একশো লেবুর রস। টম্যাটো, শসা, তরমুজ এবং অন্যান্য ফল ও সব্জি দিয়ে তৈরি করে ফেলুন স্বাদু স্যালাড।

ঘরকে রাখুন তরতাজা

জলে লেবুর কোয়া, পুদিনা এবং লবঙ্গ ফুটিয়ে বানিয়ে নিন রুম ফ্রেশনার। একটি স্প্রে করার বোতলে ভরে ছড়িয়ে দিন ঘরে। ঘরে থাকবে সুগন্ধ। পোকামাকড়ও থাকবে দূরে।

লেবু দিয়ে আইসকিউব

লেবুর কোয়া, লেবুর রস, পুদিনা এবং জল দিয়ে ফ্রিজারে বানিয়ে রাখুন আইসকিউব। যেকোনও পানীয়ের উপর ছড়িয়ে দিন। বাড়তি মাত্রা যোগ করবে স্বাদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement