দেশে প্রথম এআই চালিত ক্যানসার স্ক্যানার এল। ছবি: সংগৃহীত।
ক্যানসার কোষের বিভাজন সবে শুরু হয়েছে। ক্ষুদ্র টিউমার মাথাচাড়া দিচ্ছে। এমন অবস্থায় ক্যানসার চিহ্নিত করা প্রায় অসম্ভবই ছিল। এ দিকে চিকিৎসকেরা বলেন, একেবারে গোড়াতেই যদি ক্যানসার চিনে ফেলা যায়, তা হলে ডালপালা মেলার আগেই তা সারানো সম্ভব হবে। সেই সুবিধাই চলে এল ভারতে। দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ‘পেট-সিটি স্ক্যানার’ বসল গুরুগ্রামে। এআই পরিচালিত যন্ত্রটি ক্যানসার কোষ চিনবে একেবারে শুরুতেই।
যন্ত্রটির নাম ‘ওমনি লেজেন্ড’। তৈরি করেছে জিইহেল্থকেয়ার নামে একটি সংস্থা। গুরুগ্রামের একটি হাসপাতালে এই স্ক্যানারটি বসানো হয়েছে। সেটি কাজ করবে ‘অ্যাডভান্সড ডিজিটাল ডিটেক্টর’ প্রযুক্তিতে। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত অ্যালগরিদ্মের ব্যবহার করবেন চিকিৎসকেরা। ক্ষুদ্রাতিক্ষুদ্র, ১.৪ মিলিমিটারেরও কম আয়তনের টিউমার চিহ্নিত করতে পারবে স্ক্যানারটি। পাশাপাশি এ-ও জানা যাবে যে, সেই টিউমারটি পরবর্তী সময়ে ক্যানসারের পরিণত হবে কি না।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তথ্য বলছে, এ দেশে বেশির ভাগ ক্যানসার আক্রান্তের রোগ ধরা পড়ে অনেক দেরিতে। কেবল মাত্র ক্যানসার শনাক্তকরণে দেরি হওয়ার কারণেই এই রোগে মৃত্যু বাড়ছে। অনেক ক্ষেত্রেই শরীরের কোথাও টিউমার হলে তা ক্যানসার কি না ধরতে সময় লাগে। যত দিনে রোগ ধরা পড়ে, তত দিনে ক্যানসার কোষের বিভাজন শুরু হয়ে যায়। এমন কিছু ক্যানসার রয়েছে, যা খালি চোখে লক্ষণ দেখে বোঝার উপায় থাকে না। এমনকি, বহু ক্যানসার প্রাথমিক কিছু পরীক্ষাতেও সহজে ধরা পড়ে না। সেই কাজটিই করবে এআই। তাই শুরুতেই যদি রোগ ধরতে হয়, তা হলে এই নতুন এআই স্ক্যানারটি কাজে আসবে বলেই দাবি করেছেন গবেষকেরা। দেশের একটি হাসপাতালে যন্ত্রটি বসানো হয়েছে। সেটি ঠিকমতো কাজ করলে আরও নানা জায়গায় সেটি বসানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।