Constipation Problem

কোষ্ঠকাঠিন্যের কষ্ট কমাতে একটি বিশেষ পানীয় খেতে পারেন রোজ, তৈরি করে নিন বাড়িতেই

একটি বিশেষ পানীয় যদি খাওয়া যায়, তা হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হতে পারে। কী সেটি? কেমন ভাবে বানাবেন জেনে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪
Share:

কোষ্ঠকাঠিন্যের কষ্ট কমবে, বানিয়ে নিন একটি বিশেষ পানীয়। ছবি: ফ্রিপিক।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকেরই আছে। কারও ক্ষেত্রে এই সমস্যাটা কিছু দিনের, আবার কারও ক্ষেত্রে দীর্ঘমেয়াদি। এই সমস্যা এড়াতে ফাইবার জাতীয় খাবার খাওয়ারই পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে কেবল ফাইবার খেলেই যে কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাবে তা নয়। খেতে হবে সঠিক পথ্য। পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী এই বিষয়ে একটি পরামর্শ দিয়েছেন। তিনি জানান, একটি বিশেষ পানীয় যদি খাওয়া যায়, তা হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হতে পারে।

Advertisement

বাড়িতেই বানিয়ে নিতে হবে বিশেষ এক রকম স্মুদি। এমন কিছু ফল ও সব্জি মেশাতে হবে, যা প্রোটিন, ভিটামিন ও ফাইবারে সমৃদ্ধ। ‘গ্রিন পাওয়ার স্মুদি’ এমনই একটি। যাঁরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কষ্ট পাচ্ছেন, তাঁরা বানিয়ে নিতে পারেন।

কী কী মেশাতে হবে?

Advertisement

এক কাপ পালং শাক

১টি পাকা কলা

আধ কাপের মতো আনারসের কুচি

আধ কাপ শশার কুচি

১ চা চামচ চিয়া বীজ

এক কাপ ডাবের জল বা কাঠবাদামের দুধ

সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিয়ে তাতে পুদিনা পাতা ছড়িয়ে খেতে পারেন। রোজ এই স্মুদি খেলে কোষ্ঠকাঠিন্যের কষ্ট অনেক কমে যেতে পারে।

এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। সকলের শরীর সমান নয়। তাই চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ ছাড়া কোনও কিছু খাওয়া ঠিক হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement