Sleep Apnea Symptoms

সিপ্যাপ যন্ত্র ছাড়া ঘুমোলেই মৃত্যুঝুঁকি রয়েছে অমাল মালিকের! কেন ব্যবহার করা হয় এই মেশিন?

সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর এক এপিসোডে অমালকে রাতে ঘুমোনোর সময় এক অদ্ভুত যন্ত্র পরতে দেখা দিয়েছে। তার পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগতে শুরু করে, তা হলে কি কোনও কঠিনে অসুখে ভুগছেন গায়ক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৩:৫৮
Share:

অমাল মলিক। ছবি: সংগৃহীত।

গায়ক হিসাবে তাঁর যতখানি পরিচিতি, তার চেয়ে অনেক বেশি পরিচিতি গায়কের ভাই হিসাবে। তিনি অমাল মলিক। এখন ‘বিগ বস ১৯’-এর ঘরের অন্যতম মুখ অমাল। ইতিমধ্যেই শ্রোতাদের মনে জায়গা করতে শুরু করেছেন তিনি। সম্প্রতি এক এপিসোডে অমালকে রাতে ঘুমোনোর সময় এক অদ্ভুত যন্ত্র পরতে দেখা দিয়েছে। তার পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগতে শুরু করে, তা হলে কি কোনও কঠিনে অসুখে ভুগছেন গায়ক?

Advertisement

টেলিভিশন শো-এ অমাল নিজেই জানিয়েছেন, তিনি মানসিক রোগে ভুগছেন, শুধু তা-ই নয়, তাঁর স্লিপ অ্যাপনিয়াও রয়েছে। ঘুমের মধ্যে শ্বাস নিতে না পারার সমস্যাই হল স্লিপ অ্যাপনিয়া। ওজন বেশি হলে ঘুমের সময়ে শ্বাসনালির উপর বেশি চাপ পড়ে ও শ্বাসপ্রক্রিয়া বাধা পায়। এতে মস্তিষ্ক ও শরীরের কোষগুলিতে অক্সিজেন সরবরাহ হঠাৎই অনেকটা কমে যায়। রাতে ঠিকমতো শ্বাস নেওয়ার জন্য আমাল সিপ্যাপ যন্ত্র (কন্টিনিউয়াস পজি়টিভ এয়ারওয়ে প্রেশার মেশিন) ব্যবহার করেন। শো-এ অমাল বলেন, ‘‘আমার স্লিপিং ডিজ়অর্ডার আছে, অন্যান্য প্রতিযোগীদের আমার নাক ডাকার সমস্যার সঙ্গে একটু মানিয়ে নিতে হবে।’’

স্লিপ অ্যাপনিয়ার প্রভাবে আকস্মিক শ্বাসপ্রক্রিয়া ব্যাহত হয়ে মৃত্যু হতে পারে। সুতরাং এই সমস্যাকে অবহেলা না করাই ভাল। মদ্যপান ও ধূমপানের মতো অভ্যাসের কারণেও এই অসুখের আশঙ্কা বাড়ে। আবার অনেকেই ঘুম ভাল হচ্ছে না ভেবে ঘুমের ওষুধ খান। তাতে হিতে বিপরীত হয়। এ ছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবিটিসের মতো রোগ থাকলেও এই রোগের ঝুঁকি বেড়ে যায়।

Advertisement

কী ভাবে বুঝবেন, আপনি স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত?

১) অতিরিক্ত নাক ডাকাই স্লিপ অ্যাপনিয়ার প্রধান উপসর্গ। হালকা নয়, এই রোগে আক্রান্ত হলে নাক ডাকার তীব্রতা খুব বেশি হয়।

২) ঘুম থেকে ওঠার পর গলা কি খুব শুকিয়ে আস‌ে? এটিও কিন্তু স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ। এই রোগে আক্রান্ত হলে শ্বাস নিতে অসুবিধা হয়। তাই মুখ দিয়ে শ্বাস নিতে হয়। ফলে গলা শুকিয়ে আসে। শ্বাসেও দুর্গন্ধও হয়।

৩) সারা ক্ষণ ক্লান্ত লাগা, ঘুম ঘুম ভাব, ঝিমুনি, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে। রাতে ঘন ঘন দুঃস্বপ্ন দেখাও কিন্তু স্লিপ অ্যাপনিয়ার উপসর্গ হতে পারে।

৪) ঘুম থেকে উঠেই প্রবল মাথা যন্ত্রণা শুরু হয়? মাথা ঘোরে? নিয়মিত এমনটা হলেই সতর্ক হোন। স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হলে ঘুমোনোর সময়ে শরীরে অক্সিজেনের প্রবাহ ঠিকমতো হয় না। তাই মাথা যন্ত্রণা হওয়া স্বাভাবিক।

৫) স্লিপ অ্যাপনিয়ায় ভুগলে ঘুম একেবারেই ঠিকঠাক হয় না। ঘুমের ঘাটতির কারণে মেজাজ বিগড়ে যাওয়া, সঙ্গমে অনীহার মতো সমস্যাও দেখা যায়।

স্লিপ অ্যাপনিয়ার সমস্যা আছে, বুঝলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। চিকিৎসার সঙ্গে ওজন নিয়ন্ত্রণে মন দিন। খাওয়ার ঠিক পরেই শুয়ে না পড়ে একটু হাঁটাহাঁটি করুন। চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োজনীয় যোগাসন করুন। হজমের সমস্যা কমলে নাক ডাকার সমস্যা থেকে কিছুটা মুক্ত হওয়া যায়। শোয়ার ভঙ্গি পরিবর্তন করুন। চিত হয়ে না শুয়ে এক পাশ ফিরে শুলে শ্বাসযন্ত্রের উপর চাপ কম পড়ে। স্লিপ অ্যাপনিয়ার সমস্যা থেকে রেহাই পেতে চিকিৎসকেরা কন্টিনিউয়াস পজি়টিভ এয়ারওয়ে প্রেশার (সিপ্যাপ) মেশিন ব্যবহার করার পরামর্শ দেন, প্রয়োজনে অমালের মতো তা-ও ব্যবহার করতে হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement