Onion-Garlic Peels

পেঁয়াজ-রসুন খেয়ে খোসা ফেলে দেন? ফেলে দেওয়া খোসারও যে কত গুণ, তা দেখালেন এক প্রভাবী

এমন কিছু উপমহাদেশীয় খাবার রয়েছে, যেখানে সরাসরি পেঁয়াজ-রসুন ব্যবহার না করলেও পেঁয়াজ-রসুনের খোসার গুঁড়ো কিন্তু সহজেই ব্যবহার করা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২৩ ১৮:২০
Share:

স্যুপ, মুখরোচক কোনও শুকনো খাবার— সবেতেই এই দুই সব্জির পরিবর্তে খোসার গুঁড়ো ব্যবহার করা যায়। ছবি- সংগৃহীত

কালিয়া, কোর্মা থেকে মাংসের পাতলা ঝোল— সবেতেই পেঁয়াজ-রসুন ব্যবহারের চল রয়েছে। রান্নার আগে পেঁয়াজ কেটে, রসুনের কোয়া থেকে তার খোসা ছাড়িয়ে ফেলে দিতেই অভ্যস্ত বেশির ভাগ মানুষ। কারণ, খোসা তো খাওয়ার জিনিস নয়। কিন্তু এমন ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন এক প্রভাবী। পেঁয়াজ-রসুনের খোসা দিয়েও যে মশলা তৈরি করা যায়, তা দেখালেন তিনি। শুধু তা-ই নয়, পেঁয়াজ এবং রসুনের খোসার যে কত উপকার, সে সম্বন্ধে বিভিন্ন দিক তুলে ধরেছেন। পাশাপাশি, দেখিয়েছেন এই দু’ধরনের খোসা থেকে কী ভাবে মশলা তৈরি করা যায়। এমন কিছু উপমহাদেশীয় খাবার রয়েছে, যেখানে সরাসরি পেঁয়াজ-রসুন ব্যবহার না করলেও পেঁয়াজ-রসুনের খোসার গুঁড়ো কিন্তু সহজেই ব্যবহার করা যায়। স্যুপ, মুখরোচক কোনও শুকনো খাবার— সবেতেই এই দুই সব্জির পরিবর্তে খোসার গুঁড়ো ব্যবহার করা যায়।

Advertisement

পেঁয়াজ-রসুনের খোসা গুঁড়ো করে মশলা তৈরি করবেন কী করে?

Advertisement

প্রথমে পেঁয়াজ-রসুনের খোসাগুলি পরিষ্কার জলে ধুয়ে রোদে ভাল করে শুকিয়ে নিন।

এ বার খোসাগুলি বেকিং ট্রেতে রেখে ৫ থেকে ৭ মিনিট বেক করতে দিন। তা হলে বেশ মুচমুচে হবে।

এ বার গ্রাইন্ডারে সেই খোসা গুঁড়ো করে, বায়ুরোধী পাত্রের মধ্যে রেখে দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন