গোলাপ-চা কতটা স্বাস্থ্যকর? ছবি: সংগৃহীত।
মানসিক চাপ বা উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে জীবনযাপনে পরিবর্তন আনতে বলেন মনোবিদেরা। অনেকেই আবার নিত্যদিনের এই সমস্যাকে বশে আনতে ধ্যান, যোগচর্চা বা জিমে গিয়ে শরীরচর্চাও করেন। মানসিক চাপ যে শুধু স্বাস্থ্যের ক্ষতি করে, তা কিন্তু নয়। তার ছাপ পড়ে চোখেমুখেও। কম বয়সে চোখের চারপাশে বলিরেখা, ত্বক নিষ্প্রভ হয়ে পড়া, চোখের তলায় কালচে ছোপ ইত্যাদির কারণ হতে পারে উদ্বেগ। এই ধরনের চাপ বা উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে, স্বাস্থ্যকর, নিয়ন্ত্রিত জীবনযাপনের সঙ্গে পরিবর্তন আনতে হবে প্রতি দিনের চায়ে। সুস্বাস্থ্যের পথ্য হিসাবে খেতে পারেন গোলাপ-চা। এই চায়ে ক্যাফিন থাকে না, তাই শরীরের পক্ষে এই পানীয় বেশ স্বাস্থ্যকর।
গোলাপ-চা খাওয়া কেন স্বাস্থ্যকর?
১) এই চায়ের মধ্যে রয়েছে পলিফেনল্স এবং ফ্ল্যাভোনয়েডসের মতো উপাদান। এই উপাদানগুলি আসলে অ্যান্টি-অক্সিড্যান্ট। যা শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে, শরীরের কোষ নষ্ট হওয়া কিংবা প্রদাহজনিত সমস্যা রুখে দিতে পারে।
২) রোজ় টি-এর মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে সাহায্য করে। সংক্রমণজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতেও এই পানীয়ের যথেষ্ট ভূমিকা রয়েছে।
৩) হজম সংক্রান্ত সমস্যা থাকলেও গোলাপ ফুলের চা খাওয়া যায়। পেটফাঁপা, গ্যাস কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আরাম মেলে এই পানীয় খেলে। তা ছাড়া শরীরে জমে থাকা ‘টক্সিন’ দূর করতেও গোলাপের চা খাওয়া ভাল।
৪) নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় গোলাপ-চা বেশ স্বাস্থ্যকর। দেহকে ভিতর ও বাইরে থেকে তরুণ রাখে অ্যান্টি–অক্সিড্যান্টের মতো উপাদান। হৃদ্রোগ ও ডায়াবিটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এ সব উপাদান।
৫) গোলাপ-চা খেলে ত্বক সতেজ হয়। এ ছাড়া গোলাপ-চা বিপাকের হারও বাড়ায়। ফলে ওজন নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখতে পারে এই পানীয়।