মস্তিষ্কের রোগ শনাক্ত করার উপায় কী? ছবি: সংগৃহীত।
কাজের চাপে, মানসিক চাপে মাঝে মধ্যেই মাথায় অসহ্য যন্ত্রণা হতে থাকে। ব্যথা থেকে মুক্তি পেতে সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে ফেলেন অনেকে। আর তাতে সাময়িক ভাবে আরাম মেলেও বটে। কিন্তু সব মাথা ব্যথাই কি নিছক কাজের বা মনের চাপে? অনেক সময়ে মাথায় হাজারটা কাজের মাঝে গুরুত্বপূর্ণ ঘটনা ভুলে যান কেউ কেউ। ‘‘এ তো হামেশাই ঘটে থাকে মশাই! এ নিয়ে আবার ভাবার কী আছে’’, বলে এড়িয়ে যান কিন্তু সর্বদা এত সরলও নয় বোধ হয়। এমন কিছু ‘অতি সাধারণ’ লক্ষণ এড়িয়ে গেলে ভয়ানক পরিণতি ঘটতে পারে। কারণ, হয়তো আপনার মস্তিষ্কের টিউমার আপনাকে তার অস্তিত্বের জানান দিচ্ছে, অথচ আপনি টেরও পাচ্ছেন না।
মস্তিষ্কের টিউমার প্রায়শই প্রাথমিক সঙ্কেত দেয় এবং সময় মতো সেগুলি শনাক্ত করাই সবচেয়ে জরুরি হয়ে পড়ে। যত তাড়াতাড়ি টিউমার শনাক্ত করা যাবে, তত দ্রুত এর চিকিৎসা সম্ভব। স্নায়ুরোগ এবং নিউরো রিহ্যাবিলিটেশনের চিকিৎসক সুপর্ণ গঙ্গোপাধ্যায় এমনই কয়েকটি উপসর্গের কথা জানাচ্ছেন, যা মস্তিষ্কের টিউমারের ইঙ্গিতবহনকারী।
১. সকালে মাথা ব্যথা
প্রতি দিন সকালে চোখ খোলার পরই মাথায় ব্যথা টের পান? সঙ্গে বমি বা বমি ভাব থাকে? তবে সেটি সাধারণ মাথা ব্যথা না-ও হতে পারে। মস্তিষ্কে চাপ বাড়লে ধীরে ধীরে টিউমারের ঝুঁকি বাড়তে পারে। আর সেই রোগের ইঙ্গিত দিতে পারে এমন ধরনের মাথাব্যথা।
২. স্মৃতিশক্তি দুর্বল
কখনও সখনও কোনও নাম বা জিনিস ভুলে যাওয়া স্বাভাবিক। কিন্তু যদি বার বার সাম্প্রতিক ঘটনা মনে না থাকে, কথোপকথন গুলিয়ে ফেলেন, কিংবা হঠাৎ বিভ্রান্ত হয়ে পড়েন, তা হলে সেটি চিন্তার বিষয়।
বার বার সাম্প্রতিক ঘটনা ভুলে যাচ্ছেন? ছবি: সংগৃহীত।
৩. কথা বলায় সমস্যা
কথা বলতে গিয়ে হঠাৎ জড়তা আসা, শব্দ খুঁজে না পাওয়া, বা বলা কথা অন্যদের কাছে অস্পষ্ট লাগা, মস্তিষ্কের টিউমারের লক্ষণ হতে পারে।
৪. খিঁচুনি হওয়া
আগে খিঁচুনির সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ বড় বয়সে খিঁচুনি শুরু হলে সেটি সতর্কবার্তাও হতে পারে। টিউমারের কারণে মস্তিষ্কে অস্বাভাবিক বৈদ্যুতিক সঙ্কেত তৈরি হয়ে এমন খিঁচুনি দেখা দিতে পারে।
৫. দৃষ্টিতে পরিবর্তন
বার বার চোখে ঝাপসা দেখা, একই জিনিস দু’টি করে দেখা, বা হঠাৎ করে চোখের সামনে অন্ধকার নেমে আসা, এ সব চোখের সমস্যা না-ও হতে পারে। অনেক সময় মস্তিষ্কে টিউমার থাকলেও এমন উপসর্গ দেখা দেয়।
৬. শরীরের এক দিকে দুর্বলতা
দেহের যে কোনও এক পাশে (ধরা যেতে পারে, যে দিকে টিউমার হয়েছে, তার উল্টো দিক) অত্যন্ত দুর্বলতা অনুভূত হচ্ছে কি? তা হলে সেটি মস্তিষ্কের রোগের উপসর্গ হতে পারে।
৭. মাথা ঘোরা
হঠাৎ হঠাৎ মাথা ঘুরে যাওয়া, এমনকি শরীরের ভারসাম্য হারিয়ে গিয়ে পড়ে যাওয়ার মতো ঘটনাও আশঙ্কাজনক হতে পারে। এমন বেশি দিন চললে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।
এই লক্ষণগুলির যে কোনও একটি দেখা দিলেই যে টিউমার হয়েছে, তা নয়। তবে যদি এ সব সমস্যা হঠাৎ শুরু হয় বা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, তা হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।