Differences of GERD and heart attack

হজমের সমস্যাকে হার্ট অ্যাটাক ভেবে ভুল! ‘পঞ্চায়েত’-এর অভিনেতার মতো ধন্দে পড়লে কী ভাবে চিনবেন

‘পঞ্চায়েত’ সিরিজ়ের জনপ্রিয় অভিনেতা আসিফ খান হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমে মনে করা হয়েছিল, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু আদপে তিনি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজ়িজ়ে ভুগছিলেন। এই রোগের সঙ্গে হার্ট অ্যাটাকের পার্থক্য কী ভাবে করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৭:১৫
Share:

অভিনেতা আসিফ খান। ছবি: সংগৃহীত।

মাত্র ৩৪ বছরে হার্ট অ্যাটাক! ‘পঞ্চায়েত’ সিরিজ়ের জনপ্রিয় অভিনেতা আসিফ খানকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনুরাগীরা। তবে হাসপাতাল থেকে বেরিয়েই আসিফ জানিয়েছেন, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হননি। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজ়িজ় (জিইআরডি) হয়েছিল তাঁর। কিন্তু উপসর্গ হৃদ্‌রোগের মতোই মনে হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অভিনেতা তাঁর অনুরাগীদের আশ্বস্ত করেন, তিনি সুস্থ হয়ে উঠেছেন।

Advertisement

কী উপসর্গ ছিল আসিফের?

জানা গিয়েছে, রাজস্থানে তাঁর বাড়ি থেকে মুম্বই পর্যন্ত নিজে গাড়ি চালিয়ে পৌঁছন আসিফ। পরে সে রাতেই বুকে ব্যথা হতে থাকে। শৌচালয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান অভিনেতা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে ‘ডাল বাটি চুরমা’ খাওয়া থেকে বিরত থাকতে বলেন। তা ছাড়া প্রাণীজ প্রোটিন খাওয়া কমাতে হবে। নিয়মিত শরীরচর্চা করার পরামর্শ দেওয়া হয়।

Advertisement

কিন্তু গ্যাস্ট্রোইসোজিয়াল রিফ্লাক্স ডিজ়িজ় কী?

এটি এক প্রকার হজমের রোগ। যেখানে পাকস্থলী থেকে খাবার ঘন ঘন খাদ্যনালিতে ফিরে আসতে চায়। ফলে বুকে জ্বালা এবং অস্বস্তি সৃষ্টি হয়। উল্টো দিকের এই প্রবাহর আর এক নাম, অ্যাসিড রিফ্লাক্স। মাঝেমধ্যে অ্যাসিড রিফ্লাক্স হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু জিইআরডি তখনই হয়, যখন এর তীব্রতা বেড়ে যায়, বা ঘন ঘন হয়। সেটি খাদ্যনালির ক্ষতি করে। যে কোনও সময়ে ভারী খাবার খাওয়ার অভ্যাস থাকলে বা নিয়মমাফিক খাওয়াদাওয়া না করলে অ্যাসিড রিফ্লাক্স এবং বুকে জ্বালা হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে রাতে এই সমস্যা হয়। কখনও কখনও এই লক্ষণগুলি হার্ট অ্যাটাকের মতো মনে হতে পারে।

জিইআরডি না কি হার্ট অ্যাটাক? ছবি: সংগৃহীত।

গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজ়িজ় আর হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী ভাবে করবেন?

হৃদ্‌রোগ চিকিৎসক উদয়শঙ্কর দাস জানাচ্ছেন, জিইআরডি-র ক্ষেত্রে খাওয়ার পর শুয়ে পড়লে পেটের উপরের অংশ থেকে গলা পর্যন্ত জ্বালা অনুভব হয়। কিন্তু ঘাম হয় না, বুকের বাঁ দিকে ব্যথা বা বাঁ হাতে ব্যথা হয় না। হার্ট অ্যাটাকে বুকে জ্বালা হয় না। বরং বুকে ভারী, চাপ চাপ ব্যথা হয়। সঙ্গে বমি, ঘাম, বাঁ হাতে ব্যথা, বাঁ কাঁধে বা তার উপরেও ব্যথা ছড়িয়ে পড়ে। চিকিৎসকের কথায়, ‘‘অনেক সময়ে রোগী দু’টির মধ্যে গুলিয়ে ফেলেন, তার কারণ, কয়েকটি মিল রয়েছে দুই রোগের মধ্যে। বুকে ব্যথা, মধ্যরাতে সমস্যা শুরু হওয়া ইত্যাদি দুই ক্ষেত্রেই হতে পারে। অনেক ক্ষেত্রে খাওয়াদাওয়ার পর হার্ট অ্যাটাকের ঝুঁকি দেখা দেয়। জিইআরডি-ও তাই। ফলে আলাদা করা যায় না।’’

জিইআরডি-তে বুকে এবং পেটের উপরের দিকে জ্বালা হয়, একই সঙ্গে অস্বস্তি থাকে। সাধারণত, ভারী খাবারের পরে লক্ষণগুলি দেখা দেয়। কখনও কখনও রিফ্লাক্সও হয়। তবে অ্যান্টাসিডে এর চিকিৎসা করা যেতে পারে। কিন্তু যদি ১৫ মিনিটেরও বেশি সময় ধরে চলতেই থাকে, এবং মনে হয় শরীরে এমন কিছু হচ্ছে, যা আগে হয়নি, তা হলে তা হার্ট অ্যাটাক হতে পারে। কিন্তু গুলিয়ে যাওয়াটা স্বাভাবিক। তাই চিকিৎসকের পরামর্শ, যখনই বুকে ব্যথা হবে, চিকিৎসার বন্দোবস্ত করতে হবে দ্রুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement