Bad Cholesterol

শীতে খারাপ কোলেস্টেরল বৃদ্ধির ঝুঁকি বাড়ে, সুস্থ থাকতে কোন নিয়মগুলি মেনে চলবেন?

বিভিন্ন কারণে শীতকালে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাও বাড়ে। নিজেকে সুস্থ রাখতে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করবেন কোন উপায়ে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৩
Share:

শীতে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেবেন না। ছবি: সংগৃহীত।

শীতকালে নানা রোগবালাই বাসা বাঁধে শরীরে। এই সময়ে প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে সর্দি-কাশি, হাঁচি সহজেই বাসা বাঁধে শরীরে। ঋতু পরিবর্তনের এই সময়ে ঠান্ডা লাগার মতো নানা সমস্যা লেগেই থাকে। শীতকালে কোলেস্টেরলের মাত্রা বাড়ে চুপিসারে। কারণ, এই সময়ে নানা উৎসব লেগেই থাকে। ফলে খাওয়াদাওয়াও একটি বেশি হয়ে যায়। অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়ার প্রভাবেই রক্তে থাকা কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। চর্বি জাতীয় খাবার বেশি খেলেই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। সব ক্ষেত্রে এ ধারণা ঠিক নয়। কোলেস্টেরলের মাত্রা বাড়বে কি না, তা নির্ভর করে প্রত্যেকের শরীরের বিপাকহারের উপর। কারও যদি ডায়াবিটিস থাকে, তা হলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাও বাড়ে। শীতে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করবেন কোন উপায়ে?

Advertisement

১) প্রতি দিন পাতে রাখতেই হবে সহজপাচ্য ফাইবার জাতীয় কিছু খাবার। ফাইবার কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই নাসপাতি, আপেল, ওটমিল এবং বিনসের মতো ফাইবারে সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। এই খাবারগুলি রক্তে অতিরিক্ত চর্বি শোষণ করতে দেয় না।

২) যেহেতু স্যাচুরেটেড ফ্যাট রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে, তাই এর বদলে পাতে রাখুন পলিআনস্যাচুরেটেড ফ্যাট। বাদাম, বিভিন্ন ধরনের বীজ, সামুদ্রিক মাছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক বেশি।

Advertisement

৩) কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের সরাসরি কোনও ভূমিকা নেই। তবে হৃদ্‌যন্ত্র ভাল রাখতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলেস্টেরল থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। সেই ঝুঁকি এড়াতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ খাবার বেশি করে খেতে পারেন।

কোলেস্টেরল বশে রাখতে চাইলে ওজন নিয়ন্ত্রণে রাখতেই হবে। ছবি: সংগৃহীত।

৪) কোলেস্টেরল বশে রাখতে চাইলে ওজন নিয়ন্ত্রণে রাখতেই হবে। প্রতিদিন অন্ততপক্ষে আধঘণ্টা শরীরচর্চা করলে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ে। তাই শরীরচর্চার অভ্যাস এড়িয়ে গেলে চলবে না।

৫) শীতকালের নানা আনন্দ-উৎসবে অল্পসল্প মদ্যপান হয়েই থাকে। তবে কোলেস্টেরল থাকলে মদ্যপানে রাশ টানা জরুরি। খেলেও পরিমিত পরিমাণে খেতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন