ঠোঁটের রং বদলে গেলে কেন সতর্ক হবেন? ছবি: শাটারস্টক।
ঠোঁটের রং বদলে যাওয়া নিয়েও মাথাব্যথা নেই অনেকের। কিন্তু জানেন কি, ঠোঁটের কালচে দাগের পিছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনও রোগের উপসর্গ। অনেকের ধারণা, কেবল সিগারেট খেলেই ঠোঁট কালো হয়ে যায়। এ কথা ঠিক যে, সিগারেটে থাকা নিকোটিন এবং বেনজ়োপাইরিন ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়, এর ফলে কালো হয়ে যেতে পারে ঠোঁট। কেবল ধূমপান নয়, শারীরিক সমস্যার কারণেও ঠোঁট কালচে হয়ে যেতে পারে। জেনে নিন, কালচে ঠোঁট কোন কোন রোগের উপসর্গ হতে পারে।
১) অ্যাডিসনস ডিজিজ়: এই রোগের প্রভাবে ঠোঁটের হাইপার পিগমেন্টেশন বা অতিরঞ্জন ঘটতে পারে। এই রোগে শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল এবং অ্যালডোস্টেরন নামক দু'টি হরমোনের ক্ষরণ কমে যায়। এই হরমোনগুলির ভারসাম্য নষ্ট হলে দেহের বিভিন্ন অংশ কালো হয়ে যেতে পারে। কালো হয়ে আসতে পারে ঠোঁটও।
২। ক্যানসার: ঠোঁটের কালো দাগ ক্যানসারের লক্ষণও হতে পারে। যদি হঠাৎ ঠোঁটে কোনও কালো দাগ দেখা যায় ও সেই দাগ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে, তবে অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন। অনেক সময়ে মেলানোমা নামক ক্যানসারে এই লক্ষণ দেখা যায়। ক্যানসার থেকে সৃষ্ট এই ধরনের দাগে অনেক সময়ে সংশ্লিষ্ট স্থানে রক্তপাত হয় এবং কালো দাগ ক্রমশ ক্ষতের চেহারা নিতে থাকে। ফলে এই ধরনের দাগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
৩। সায়ানোসিস: ঠোঁটের রং শুধু গাঢ় হয়ে আসার সঙ্গে সঙ্গে যদি নীলচে হয়ে আসে, তবে তা সায়ানোসিসের লক্ষণ হতে পারে। ঠোঁট নীলচে হয়ে আসার সঙ্গে সঙ্গে যদি শ্বাসকষ্টও হয়, তবে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে এই সমস্যা দেখা দেয়।