pimple popping risks

মুখমণ্ডলের কোন অংশের ব্রণ ফাটানোর অভ্যাস ভাল নয়? অন্যথায় হতে পারে পক্ষাঘাতও

মুখমণ্ডলের ব্রণ ফাটানোর অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু একটি বিশেষ অবস্থানের ব্রণ ফাটালে তা থেকে পক্ষাঘাত পর্যন্ত হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৩
Share:

প্রতীকী চিত্র।

ত্বকের স্বাস্থ্য ভাল না হলে মুখমণ্ডলে ব্রণ তৈরি হয়। আবার অনেকেই এই অবাঞ্ছিত ব্রণ ফাটিয়ে ফেলেন। অনেক সময়েই তা অভ্যাসে পরিণত হয়। কিন্তু মুখের একটি বিশেষ স্থানের ব্রণ ফাটালে, তা পক্ষাঘাতের কারণ হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

Advertisement

মুখের ব্রণ ফাটানোর অভ্যাস থেকে নানা সমস্যা হতে পারে। কিন্তু দুই ভ্রুর মাঝে যদি কোনও ব্রণ তৈরি হয়, তা হলে তা না ফাটানোই শ্রেয়। অন্যথায় পক্ষাঘাত হতে পারে। ত্বকে কোনও সংক্রমণ থেকে ব্রণ তৈরি হয়। আর দুই ভ্রুর সংযোগস্থলে দেহের গুরুত্বপূর্ণ স্নায়ুগুলি মিলিত হয়। এই স্নায়ুগুলি সরাসরি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। ফলে এখানকার কোনও ব্রণ ফাটালে সংক্রমণ মস্তিষ্কে চাপ তৈরি করতে পারে। ফলে দেহ পক্ষাঘাতগ্রস্তও হয়ে পড়তে পারে। ঘন ঘন খিঁচুনি হতে পারে। একাধিক রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে, তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন। তবে তাঁদের অনেকেরই মস্তিষ্কের একটি অংশ চিরকালের জন্য পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে।

কী করা উচিত

Advertisement

দুই ভ্রুর মাঝে ফুসকুড়ি তৈরি হলে তা না ফাটিয়ে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করা উচিত। ব্রণের সংখ্যা বা আকার বড় হলে চর্মরোগ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement