Monthly illness

মাসে গড়ে ১৯ দিন সুস্থ থাকেন এক জন, অসুস্থতার হার ৭২ শতাংশ, দাবি আমেরিকার নতুন সমীক্ষায়

মাসের মধ্যে এক জন মানুষ কত দিন সুস্থ এবং অসুস্থ থাকেন, জানা গিয়েছে সমীক্ষায়। আমেরিকার জনগনের উপরে সমীক্ষাটি পরিচালনা করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৯:২৭
Share:

— প্রতীকী চিত্র। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সারা মাস ধরে সুস্থ থাকতে কে না চায়। কিন্তু মাসের ৩ দিনই সমান নয়। কোনও কোনও দিন শরীর খারাপ হতেই পারে। এক জন ব্যক্তি সারা মাসে কতদিন সুস্থ বোধ করেন এবং কত দিন অসুস্থ, আমেরিকার নাগরিকদের উপরে একটি সমীক্ষায় এ প্রসঙ্গে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে।

Advertisement

সম্প্রতি ‘টকার রিসার্চ সার্ভে’ এই প্রসঙ্গে একটি সমীক্ষা প্রকাশ করেছে। প্রায় ২ হাজার মানুষের উপরে সমীক্ষাটি করা হয়েছে। জানা গিয়েছে, গড়ে এক জন আমেরিকান মানুষ মাসের মধ্যে ১৯ দিন সম্পর্ণ সুস্থ অনুভব করেন। সমীক্ষার মধ্যে প্রায় ২৭ শতাংশ ব্যক্তি সারা মাসে মাঝারি বা দুর্বল স্বাস্থ্যে জীবনযাপন করেন। মাত্র ২৮ শতাংশ ব্যক্তি সারা মাসে সুস্থ থাকার কথা জানিয়েছেন। জানা গিয়েছে, ৫১ শতাংশ মানুষ এমন অসুখে আক্রান্ত হয়েছেন, যা সেরে উঠতে কম-বেশি ছ’মাস সময় লেগেছে। এ ছাড়াও, ওই সমীক্ষায় দেখা গিয়েছে, মাসের মধ্যে গড়ে ১২.৯ দিন শরীরে ক্লান্তির অভিযোগ করা হয়েছে। অন্য দিকে, গড়ে ১০.১ দিন তাঁদের মধ্যে মুড সুইংয়ের কথা জানিয়েছে। পেটের সমস্যা এবং মাথা ব্যথার ক্ষেত্রে দিনের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৯.৮ এবং ৭.৫ দিন।

ওই সমীক্ষায় জানানো হয়েছে, যাঁরা পেটের সমস্যার অভিযোগ করেছেন, তাঁদের সিংহভাগই নতুন প্রজন্মের সদস্য। প্রায় ৬৫ শতাংশ ব্যক্তি জানিয়েছেন যে শরীর খারাপ বিভিন্ন দিক থেকে তাঁদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। সমীক্ষাটি যে গবেষকদের নেতৃত্বে করা হয়েছে, তাঁদের দাবি, স্বাস্থ্য বিষয়টি ব্যক্তিগত। কিন্তু সমীক্ষায় পাওয়া তথ্য নানা আশঙ্কার দিতে ইঙ্গিত করেছে। তাই সময় থাকতেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement