Sinus treatment with Robots

নাক দিয়ে ঢুকে সাইনাসের জীবাণু ধ্বংস করবে ঝাঁকে ঝাঁকে ‘মাইক্রো-রোবট’! আর ওষুধ খেতে হবে না

সাইনাস সারাতে আর ওষুধ খেতে হবে না। রোগজীবাণু ধ্বংস করতে কোমর বেঁধে নামছে রোবট সেনা। নতুন আবিষ্কার চিন ও হংকংয়ের বিজ্ঞানীদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৭:৩৯
Share:

সর্দি-কাশি, সাইনাসের অসুখে ওষুধ খেতে হবে না, জীবাণু ধ্বংস করবে রোবট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সাইনাসে ভুগলে ওষুধ খাওয়া ছাড়া গতি নেই। ঠান্ডা লাগল কি লাগল না, সর্দি-কাশিতে অস্থির হতে হয়। কখনও নাকের ভিতরে তীব্র অ্যালার্জিও হয়। তখন জ্বালাযন্ত্রণা নাজেহাল করে ফেলে। সাইনাস বড় যন্ত্রণাদায়ক রোগ। এর নিরাময় সহজে হয় না। ওষুধ খেয়ে সংক্রমণ ঠেকিয়ে রাখার চেষ্টা করা হয়। কিন্তু এ বার সাইনাসের জীবাণুগুলিকে ধ্বংস করার উপায় খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। ওষুধ নয়, সাইনাস মারবে রোবট।

Advertisement

চিন ও হংকংয়ের বিজ্ঞানীরা এমন রোবট তৈরি করে ফেলেছেন, যা নাসারন্ধ্র দিয়ে ঢুকে শ্বাসনালিতে ঘাপটি মেরে থাকা ব্যাক্টেরিয়া, ভাইরাসগুলিকে সরাসরি নিশানা করবে। তার পর শুরু হবে জীবাণুদের সঙ্গে লড়াই। চিনের গুয়াংসি ইউনিভার্সিটি ও চাইনিজ় ইউনিভার্সিটি অফ হংকংয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, সর্দি-কাশি, গলাব্যথা, সাইনাস জনিত অসুখগুলি সারাতে রোবট সেনা তৈরি করা হয়েছে। এরাই ঝাঁকে ঝাঁকে শরীরে ঢুকে রোগ সারাবে। ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না।

রোবট সেনা কী ভাবে কাজ করবে?

Advertisement

রোবটগুলি খুবই সূক্ষ্ম, ধুলিকণার মতো। খালি চোখে দেখা যাবে না। আকারে ২.৫ মাইক্রোমিটারের কাছাকাছি। সেগুলিকে একটি বিশেষ টিউব বা চ্যানেলের মাধ্যমে নাসারন্ধ্র দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। রোবটে থাকবে চুম্বকীয় কণা ও তামা, যেগুলিকে বাইরে থেকে ইচ্ছামতো নাড়াচাড় করা যাবে, প্রয়োজনে চৌম্বক ক্ষেত্রও তৈরি করা যাবে শরীরের ভিতরে। তার জন্য বিশেষ রকম রিমোট ব্যবহার করবেন বিজ্ঞানীরা।

মাইক্রো-রোবট নাক দিয়ে শরীরে তো ঢুকল। এ বার বাইরে থেকে তাদের দিকনির্দেশ করে নিয়ে যাওয়া হবে সংক্রমণের জায়গায়। ঠিক যেখানে ব্যাক্টেরিয়া বা ভাইরাস লুকিয়ে রয়েছে সেখানে অবধি পৌঁছে যাবে রোবট। এর পর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলো ফেলা হবে রোবটগুলির উপরে। সেই ফাইবার ঢোকানো হবে ওই চ্যানেলের মাধ্যমে। জোরালো আলো ফেলে তাপমাত্রা বাড়িয়ে তোলা হবে রোবটগুলির। যেহেতু তাতে তামা আছে, আর তামা খুব ভাল তাপ পরিবাহী, তাই সেগুলি গরম হয়ে উঠবে। রোবট উত্তপ্ত হলেই সেগুলি জীবাণুদের উপর হামলা করবে। একে একে ধ্বংস করবে জীবাণুদের। কাজ হয়ে গেলে সেগুলি আবার নাক দিয়ে বার করে দেওয়া হবে।

রোবট দিয়ে সাইনাসের চিকিৎসা কি সত্যিই সম্ভব?

চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে অনেক রকম থেরাপি আসছে। রোবট দিয়ে সার্জারি এই সময়ে হচ্ছে এবং তাতে সাফল্যও আসছে। চিকিৎসক অংশুমান তালুকদারের মত, মাইক্রো-রোবট সত্যিই কার্যকরী কি না, তা বহু মানুষের উপর ট্রায়াল করে দেখা প্রয়োজন। রোবট নাক দিয়ে ঢুকলে এবং কাজের পরে সেগুলিকে বার করা না গেলে, তার কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তা আগে দেখা উচিত। যদি একটিও রোবট শরীরে থেকে যায়, তা হলে বিপজ্জনক হয়ে উঠবে কি না, তার পরীক্ষাও প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement