Body Odour Problem

বাহুমূলের দুর্গন্ধের কারণে অস্বস্তিতে পড়েন? দামি সুগন্ধি নয়, ভরসা রাখুন ৩ প্রাকৃতিক ডিয়োডোর‌্যান্টে

স্ট্রেস হরমোন কর্টিসলের অধিক ক্ষরণের কারণেও ঘামে দুর্গন্ধ হতে পারে। অনেক সময় নামীদামি সংস্থার সুগন্ধি ব্যবহার করেও কোনও কাজ হয় না। বাহুমূলের দুর্গন্ধ দূর করতে সে ক্ষেত্রে প্রাকৃতিক স্ট্রেস হরমোন কর্টিসলের অধিক ক্ষরণের কারণেও ঘামে দুর্গন্ধ হতে পারে। অনেক সময় নামীদামি সংস্থার সুগন্ধি ব্যবহার করেও কোনও কাজ হয় না। বাহুমূলের দুর্গন্ধ দূর করতে সে ক্ষেত্রে প্রাকৃতিক ডিয়োডোর‌্যান্টে ভরসা রাখতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৫:০৭
Share:

প্রাকৃতিক ডিয়োডোর‌্যান্টেই হবে মুশকিল আসান। ছবি: শাটারস্টক।

শরীরের দুর্গন্ধের কারণে অস্বস্তিতে ভোগেন অনেকেই। কেবল গরমকালেই নয়, শীতেও একই সমস্যা হয় অনেকের। নিজেকে দুর্গন্ধমুক্ত রাখতে তাঁদের নামীদামি ডিয়োডোর‌্যান্ট, সুগন্ধিই ভরসা। শরীরের অতিরিক্ত জল এবং কিছু খনিজ উপাদান ও বর্জ্য পদার্থ ঘাম হিসাবে বেরিয়ে যায়। প্রত্যেকের শরীরে নিজস্ব কিছু গন্ধ আছে। কিন্তু তা যদি অন্যের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, তা হলেই সমস্যা।

Advertisement

ঘাম থেকে সরাসরি দুর্গন্ধ বার হয় না। ত্বকে ঘাম জমার কারণে তৈরি হওয়া ব্যাক্টেরিয়াই মূলত দুর্গন্ধের কারণ। অতিরিক্ত তেল-মশলা খেলেও ঘামে দুর্গন্ধ হতে পারে। রজোনিবৃত্তির সময়ে বা অন্তঃসত্ত্বা অবস্থায়ও অনেক সময় ঘামের গন্ধে পরিবর্তন আসে। এর অন্যতম কারণ হল, শরীরে হরমোনের পরিবর্তন। স্ট্রেস হরমোন কর্টিসলের অধিক ক্ষরণের কারণেও ঘামে দুর্গন্ধ হতে পারে।

অনেক সময় নামীদামি সংস্থার সুগন্ধি ব্যবহার করেও কোনও কাজ হয় না। বাহুমূলের দুর্গন্ধ দূর করতে সে ক্ষেত্রে প্রাকৃতিক ডিয়োডোর‌্যান্টে ভরসা রাখতে পারেন।

Advertisement

অ্যাপল সাইডার ভিনিগার: এই ভিনিগারের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ বাহুমূলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। স্নানের পর অ্যাপল সাইডার ভিনিগারে একটি তুলো ভিজিয়ে সেটি দিয়ে বাহুমূল পরিষ্কার করে নিন। সকালে আর রাতে নিয়ম করে দিনে দু’ বার এই কাজ করতে হবে। রাতে স্নান না করলেও বাহুমূল ভেজা তোয়ালে দিয়ে পরিষ্কার করে তার পর অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার করুন।

বেকিং সোডা আর কর্নস্টাচের মিশ্রণ: এই মিশ্রণও ঘামের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। বাহুমূল পরিষ্কার করে শুকনো করে নিন। এ বার দু’টি উপাদান সম পরিমাণে মিশিয়ে পাউডারের মতো ব্যবহার করুন বাহুমূলে। তবে খেয়াল রাখবেন, অনেক ত্বকেই বেকিং সোডা ব্যবহার করলে র‌্যাশ, অ্যালার্জি হতে পারে। তাই হাতে অল্প জায়গায় মিশ্রণটি মেখে আগে দেখে নিন। সপ্তাহে তিন-চার বার এই মিশ্রণ ব্যবহার করলেই কাজ হবে।

লেবু: লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিডও ঘামের দুর্গন্ধ দূর করতে পারে। প্রতি দিন স্নানের আগে লেবুর অর্ধেক টুকরো বাহুমূলে ঘষে নিন। তা হলেই বাহুমূলের দুর্গন্ধের হাত থেকে রেহাই পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement