Skin Cancer

Skin Cancer: ত্বকের কোন লক্ষণ দেখলে ক্যানসারের আশঙ্কা করবেন?

সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের অন্যতম কারণ হতে পারে। কী দেখলে সাবধান হতে হবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ১১:২৭
Share:

ছবি: সংগৃহীত

বায়ুদূষণ, অপুষ্টিকর খাবার, অনিয়ন্ত্রিত জীবনযাপন, বিভিন্ন মাধ্যম দিয়ে শরীরের রাসায়নিক দ্রব্যের প্রবেশ সব মিলিয়ে গত কয়েক দশকে জনমানসে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে বেড়েছে। প্রতিবছর গোটা বিশ্বে প্রায় ৯ লক্ষ মানুষ ক্যানসারে আাক্রান্ত হন। ক্যানসার শরীরের যে কোনও অংশে আঘাত হানতে পারে। শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে ক্যানসারের উপসর্গের ক্ষেত্রেও ভিন্নতা থাকে। তবে ক্যানসারের কিছু সাধারণ উপসর্গ আছে। যেগুলি সাধারণত ঘাড়ে, মুখ এবং কানের কাছে দেখা যায়।

Advertisement

ঘাড়, কান বা মুখের কোনও অংশে সাদা রঙর পিণ্ড মতো দেখতে পাওয়া যায়। যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় বেসাল সেল কার্সিনোমা। ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে এটি। মূলত সূর্যের আলো শরীরের যেসব অংশ স্পর্শ করে, সেই সব অঙ্গগুলিতে বিকাশলাভ করে এই ধরনের উপসর্গগুলি। সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের কারণ হতে পারে।

ত্বকের ক্যানসারের মূল লক্ষণগুলি কী কী?

Advertisement

বিভিন্ন কারণে ত্বকের নানাবিধ সমস্যা দেখা দেয়। তবে ত্বকের ক্যানসারের ক্ষেত্রে কয়েকটি বিশেষ লক্ষণ প্রকাশ পায়।

১) বাদামি, কালো বা গাঢ় নীল রঙের কোনও দাগ।

২) মোমের মতো সাদা রঙের কোনও মাংসপিণ্ড। যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়।

৩) কোনও ক্ষত, যেখান থেকে রক্তপাতও হতে পারে।

উপরিউক্ত যেকোনও একটি সমস্যা যদি ঘাড়, কান বা মুখের কোনও অংশে দেখতে পান তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ত্বকের ক্যানসার প্রতিরোধে কী কী সুরক্ষা নেবেন?

১) সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি শরীরের একটি অপরিহার্য উপাদান। তবে সূর্যের তীব্র আলোর সংস্পর্শে এড়িয়ে চলুন।

২) গ্রীষ্মকালে তো বটেই, শীতকালেও বাড়ির বাইরে গেল অতি অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন। এমনকি, আকা‌শ মেঘলা থাকলেও সানস্ক্রিন মেখে বেরোনোই ভাল।

৩) ত্বকে হঠাৎ করে কোনও দাগ বা মাংসপিণ্ডের আবির্ভাব ঘটলে অবহেলা না করে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন