রাশি ও নক্ষত্র হিসাবে কে কোন পেশায় সফল

পেশা নিয়ে প্রত্যেকেই প্রায় চিন্তিত থাকেন। যোগ্যতা যাই থাকুক না কেন, এটা ঠিক যে কোনও পেশায় সবাই সফল হতে পারে না। এখানেও সেই গ্রহ সন্নিবেশ। তাই জ্যোতিষ মতে যদি পেশা ঠিক করা যায় তবে অনেক বেশি ফলপ্রসূ হতে পারে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ০০:০১
Share:

পেশা নিয়ে প্রত্যেকেই প্রায় চিন্তিত থাকেন। যোগ্যতা যাই থাকুক না কেন, এটা ঠিক যে কোনও পেশায় সবাই সফল হতে পারে না। এখানেও সেই গ্রহ সন্নিবেশ। তাই জ্যোতিষ মতে যদি পেশা ঠিক করা যায় তবে অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। এখন দেখে নেওয়া যাক কে কোন পেশায় বেশি সফল হতে পারেন (মেষ-কন্যা রাশি পর্যন্ত)-

Advertisement

মেষ রাশিঃ-

অশ্বিনী— ডাক্তারি দ্রব্যের ব্যবসা করতে পারে। ওষুধের ব্যবসায় লাভবান হতে পারবে।

Advertisement

ভরণী— বিউটিশিয়ান, মিডিয়া ওরিয়েন্টেড প্রোডাক্ট।

কৃত্তিকা— সরকারি চাকরি হতে পারে। লাইট, সাইণ্ডবক্স, সোনা, তামা অর্থাৎ ধাতব ব্যবসাও করতে পারে। সি.ডি-ক্যাসেটের ব্যবসায় লাভবান হতে পারে।

বৃষ রাশিঃ-

কৃত্তিকা- পেট্রোকেমিক্যাল সংক্রান্ত কাজ।

রোহিণী- হাতের কাজের ব্যবসা।

মৃগশিরা- পেট্রোকেমিক্যালস।

মিথুন রাশিঃ-

মৃগশিরা-চাকরি।

আদ্রা- চলচ্চিত্র সংক্রান্ত কাজ, আমদানি-রফতানিমূলক ব্যবসা।

পুনর্বসু- সোশ্যাল ওরিয়েন্টেড প্রোডাক্ট, শিক্ষা সংক্রান্ত জিনিসপত্র, স্বর্ণ দ্রব্য।

কর্কট রাশিঃ-

পুনর্বসু- বিদ্যালয় সংক্রান্ত দ্রব্য ও কাজ, মাছের ব্যবসা, স্বর্ণ সংক্রান্ত দ্রব্যাদি এবং গৃহ সংক্রান্ত যে কোনও দ্রব্যের ব্যবসা।

পূষ্যা- সামরিক বাহিনীতে কাজ, প্রশাসনিক বিভাগে চাকরি, জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা।

অশ্লেষা- স্বাস্থ্য সংক্রান্ত কাজ, ছাপাখানা, প্রতিনিধিত্বমূলক (এজেন্সি) কাজ।

সিংহ রাশিঃ-

মঘা- স্বাস্থ্য সংক্রান্ত কাজ, শল্যচিকিৎসক, গুপ্তবিদ্যার ব্যবসা।

পূর্বফাল্গুনী- স্বাস্থ্য সংক্রান্ত কাজ, মিডিয়া সংক্রান্ত কাজ।

উত্তরফাল্গুনী- চাকরি, ম্যানুফ্যাকচারিং কাজ, মিডিয়া সংক্রান্ত।

কন্যা রাশিঃ-

উত্তরফাল্গুনী- ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, প্রকাশনী সংক্রান্ত কাজ।

হস্তা- এজেন্সির ব্যবসা (বিঃ দ্রঃ- কন্যা রাশি হস্তা নক্ষত্রে সব কাজেই অস্থিরতা। কোনও কাজই এরা স্থিরভাবে ধরে রাখতে পারে না।)

চিত্রা- জ্যোতিষচর্চা, জমিজমা ক্রয়-বিক্রয়ের কাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন