Tips to Attract Wealth

মাসের ১০ দিন পেরোলেই পকেট ফাঁকা? বহু চেষ্টার পরেও হাতে টাকা থাকে না? তিন উপায় মানলেই হবে সমস্যার সমাধান

টাকা জমানো তো দূরের কথা, দিনশেষে প্রয়োজনের টাকা জোগাড় করতেও হিমশিম খেতে হয়। তবে এর নেপথ্যে থাকতে পারে আমাদেরই কিছু ভুল। আমরা নিজেদের অজান্তে এমন অনেক কাজ করে থাকি যার ফলে আমাদেরই ক্ষতি হয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১১:০৭
Share:

—প্রতীকী ছবি।

টাকা আমাদের জীবনের এক অতি গুরুত্বপূর্ণ অংশ। হাতে টাকা না থাকলে কোনও কিছুই যেন ভাল লাগে না। কোনও কাজে মন বসে না। অনেক সময় দেখা যায় যে বহু চেষ্টার পরও অর্থভাগ্য কিছুতেই উন্নত হচ্ছে না। সারা দিন হাড়ভাঙা খাটুনির পরও মনের মতো অর্থ উপার্জন হচ্ছে না। কিংবা কোনও কিছু করেই টাকা হাতে থাকছে না। হয়তো উপার্জন ঠিকঠাকই হচ্ছে, তবে মাসের ১৫ দিন যেতে না যেতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। টাকা জমানো তো দূরের কথা, দিনশেষে প্রয়োজনের টাকা জোগাড় করতেও হিমশিম খেতে হয়। তবে এর নেপথ্যে থাকতে পারে আমাদেরই কিছু ভুল। আমরা নিজেদের অজান্তে এমন অনেক কাজ করে থাকি যার ফলে আমাদেরই ক্ষতি হয়। সেটির প্রভাব আমাদের ভাগ্যের উপরও পড়ে। টাকার সমস্যা মেটানোর জন্য কিছু উপায় মেনে চললেই ফল পাওয়া যাবে। জেনে নিন কী কী।

Advertisement

টোটকা:

১. বাড়ি বা দোকানের দেওয়ালে দাগ লেগে থাকলে সেটি বাস্তুর উপর নেগেটিভ প্রভাব বিস্তার করে। সেই দাগ শীঘ্রই পরিষ্কার করা অবশ্যম্ভাবী। তা হলে টাকার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন। দেওয়ালে যাতে পুনরায় দাগ না লাগে সেই বিষয়েও নজর রাখতে হবে।

Advertisement

২. বাড়িতে মাকড়সার জাল হতে দেওয়া যাবে না। এর প্রভাবেও অর্থসমস্যায় ভুগতে হয়। সপ্তাহে এক দিন করে ঘরবাড়ি পরিষ্কার করে কর্পূর জ্বালাতে পারলে খুব ভাল হয়। এ ছাড়া বাড়িতে মাকড়সার জাল হতে দেখলে সেটিকে তৎক্ষণাৎ পরিষ্কার করতে হবে।

৩. বাড়িতে থাকা গাছপালায় শুকনো পাতা গজাতে দেওয়া যাবে না। শুকনো পাতা অলসতার লক্ষণ। এর নেগেটিভ প্রভাব আমাদের অর্থভাগ্যের উপরও পড়তে দেখা যায়। বাড়িতে থাকা গাছে শুকনো পাতা হলে তৎক্ষণাৎ সেগুলি তুলে ফেলে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement