—প্রতীকী ছবি।
প্রত্যেকটি মানুষেরই যেমন নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, তেমনই ভিন্ন ভিন্ন তারিখে জন্মানো ব্যক্তিদেরও নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তাঁরা যে কেবল একে অপরের থেকে আলাদা সেটাই নয়। নানা ক্ষেত্রে এঁদের ভাগ্যেরও পরিবর্তন দেখা যায়। কেউ কোনও ক্ষেত্রে অনেকটা এগিয়ে যান, কেউ আবার একদম শেষে পড়ে থাকেন। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিবাহিত জীবন। বিবাহিত জীবন সকলের সুখের হয় না। কিন্তু নির্দিষ্ট কিছু তারিখে জন্মানো মেয়েদের বিয়ে নিয়ে কোনও চিন্তা করতে হয় না। এঁদের বিবাহিত জীবন স্বপ্নের থেকেও বেশি সুন্দর হয়। স্বামী পান মনের মতো। জেনে নিন তাঁরা কারা।
কোন কোন জন্মতারিখে জন্মানো মেয়েদের বিবাহিত জীবন সুখের হয়?
১: ১ জন্মসংখ্যার জাতিকাদের মাথায় সূর্যদেবের হাত থাকে বলে বিশ্বাস করা হয়। এই সকল মেয়েরা আত্মবিশ্বাসী ও উচ্চাকাঙ্ক্ষী হয়। এঁরা পেশাক্ষেত্রে নিজেদের দমে সফলতার চূড়ায় পৌঁছোন। এই সকল জাতিকাদের বিবাহিত জীবনও অত্যন্ত সুখের হয়। এঁরা খুব ভাল স্বামী পান। এঁদের স্বামী সর্ব ক্ষেত্রে এঁদের পাশে থাকেন, এঁদের সহযোগিতা করেন। বিবাহিত জীবনে উটকো ঝামেলা এঁদের পোহাতে হয় না।
৬: যে সকল মেয়েদের জন্মসংখ্যা ৬, তাঁরাও বিয়ে ও স্বামী ক্ষেত্রে অত্যন্ত ভাগ্যবতী হন। এঁরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হন। এই জন্মসংখ্যার মেয়েরা প্রচণ্ড পরিশ্রমী ও বুদ্ধিমতী হন। তবে শ্বশুরবাড়িতে গিয়ে এঁদের খুব বেশি পরিশ্রম করতে হয় না। এঁদের স্বামীও এঁদের রানির হালে রাখার চেষ্টা করেন। বিবাহিত জীবনে এঁদের কষ্ট পেতে হয় না।
৯: ৯ জন্মসংখ্যার জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল। এঁরা দৃঢ়প্রতিজ্ঞ ও সাহসী প্রকৃতির হন। ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালবাসেন। এঁদের জীবনসঙ্গী যে কোনও পরিস্থিতিতে এঁদের পাশে থাকেন। এই সকল মেয়েদের বিবাহিত জীবনে কখনও কষ্ট পেতে হয় না বললেই চলে।