প্রায় সকল বাড়িতেই ঝাঁটা ও ঘর মোছার
ডান্ডা ব্যবহার করা হয়। ন্যাতা দিয়ে ঘর মোছার চল এখন প্রায় বিলুপ্তির পথে বললেই চলে।
ঘর পরিষ্কার রাখার ব্যাপারে ঝাঁটার যেমন ভূমিকা রয়েছে, তেমনই গুরুত্বপূর্ণ ঘর
মোছার ডান্ডাও। এই দু’টি ছাড়া গৃহিণীদের দিন যেন চলে না। তবে এই দু’টিকে
যেখানে-সেখানে ফেলে রাখলে চলবে না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। বাস্তুর অকল্যাণ হয়।
শাস্ত্রমতে, ঝাঁটা বা ঘর মোছার ডান্ডা কোথায় রাখবেন জেনে নিন।
- ঝাঁটা সব সময় বাড়ির পশ্চিম কোণে বা
পশ্চিম দিকের কোনও ঘরে রাখা উচিত। ঘর মোছার ডান্ডার ক্ষেত্রেও ব্যাপারটা তা-ই।
অন্য কোথাও ঝাঁটা না রাখাই ভাল হবে। এ ছাড়া দক্ষিণ দিকেও ঝাঁটা রাখা যেতে পারে।
এতে দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায়।
- ঝাঁটা সব সময় চোখে পড়ে না এমন কোনও
জায়গায় রাখা উচিত। কাজে না লাগলেও সেটিকে চোখের সামনে রেখে দিলে ভাগ্যের উপর
নেগেটিভ প্রভাব পড়তে পারে। তাই ঝাঁটা বা ঘর মোছার ডান্ডার কাজ মিটে গেলে তাদের
চোখের আড়ালে, যথাস্থানে সরিয়ে রেখে দিন।
- ঝাঁটা কখনও দাঁড় করিয়ে রাখবেন না।
এতে বাস্তুর উপর কল্পনাতীত খারাপ প্রভাব পড়ে। বাস্তুর হাল বেহাল হয়। সংসারে
ঝগড়া-অশান্তির পরিমাণ বৃদ্ধি পায়।
- ভাঙা ঝাঁটা কখনও ব্যবহার করবেন না।
এতে মা লক্ষ্মী রুষ্ট হন। ঝাঁটা ভেঙে গেলে সেটিকে বাড়ি থেকে বার করে দেওয়া উচিত।
সেটিকে বাড়িতে জমিয়ে রেখে দেওয়াও উচিত হবে না।
- ঝাঁটাকে যে হেতু লক্ষ্মীদেবীর প্রতীক
মনে করা হয় তাই ভুলেও সেটিতে পা লাগানো যাবে না। এতে অর্থসমস্যা বৃদ্ধি পায়, অভাব
পিছু ছাড়তে চায় না।
- আলমারির পাশে, খাওয়ার জায়গায়, সদর
দরজার কাছে কখনও ঝাঁটা বা ঘর মোছার ডান্ডা রাখা যাবে না। এতেও বাস্তু তথা নিজের
ক্ষতি হতে পারে।