—প্রতীকী ছবি।
অনেক মেয়ে-বৌরাই পায়ে রুপোর নূপুর পরতে খুব পছন্দ করেন। যদিও বর্তমান যুগে দু’পায়ে নূপুর পরার চল অনেকটা কমে গিয়েছে। বদলে এসেছে এক পায়ে আধুনিক নকশা করা নূপুর পরার চল। তবে এক পায়ে পরা হোক বা দু’পায়ে, পায়ে রুপোর নূপুর পরার গুণাগুণ অনেক। কেবল যে দেখতে সুন্দর লাগে তা-ই নয়, মন শান্ত করতেও সাহায্যকারী এই গয়না। শাস্ত্রমতে, যে সকল মেয়েরা পায়ে রুপোর নুপূর পরেন তাঁদের ভাগ্যের উন্নতি সাধন হয়।
পায়ে নূপুর পরলে কী কী উপকার পাওয়া যায়?
পজ়িটিভ শক্তির সঞ্চার ঘটায়: পায়ে নূপুর পরার ফলে নেগেটিভ শক্তিরা সহজে ক্ষতি করতে পারে না। রুপো একটি অত্যন্ত শুভ ধাতু। সেই কারণে পায়ে রুপোর নূপুর পরার ফলে নেগেটিভ শক্তির বাড়বাড়ন্ত থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে শান্তি বজায় থাকে।
আর্থিক সচ্ছলতা বজায় রাখে: পায়ে রুপোর নূপুর পরলে অর্থসমস্যার হাত থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। এই বিশেষ গয়নাটি সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এতে থাকা ঝুমঝুমির টুংটাং শব্দে শুভ শক্তির সঞ্চার ঘটে। ফলে জীবনে আর্থিক সচ্ছলতা আসে।
চন্দ্রদোষ কাটায়: জন্মপত্রিকায় চাঁদ দুর্বল বা খারাপ অবস্থায় থাকলে পায়ে রুপোর নূপুর পরলে খুব ভাল ফল পাওয়া যায়। চাঁদের কুপ্রভাব থেকে রেহাই মেলে। চাঁদ দুর্বল থাকলেও উন্নত হয়, সুপ্রভাবে জীবন ভরিয়ে তোলে।