বাংলার ১৪২৬ সাল ধনু রাশির জীবনে কী কী ঘটতে পারে

ধনু রাশির জন্য নতুন বছরটি বেশ স্মরণীয় ভাবেই কাটবে। প্রায় সব দিকের প্রতিকূলতা কাটিয়ে অনুকূল দিকে জীবনের চাকা ঘুরবে বলে মনে করা হচ্ছে। কোনও আত্মীয় যদি বিদেশে থাকেন, তা হলে তাঁদের বাড়ি ফেরার যোগ দেখা যাচ্ছে। পুরনো কোনও পরিচিতের সঙ্গে দেখা হয়ে যেতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

ধনু রাশির জন্য নতুন বছরটি বেশ স্মরণীয় ভাবেই কাটবে। প্রায় সব দিকের প্রতিকূলতা কাটিয়ে অনুকূল দিকে জীবনের চাকা ঘুরবে বলে মনে করা হচ্ছে। কোনও আত্মীয় যদি বিদেশে থাকেন, তা হলে তাঁদের বাড়ি ফেরার যোগ দেখা যাচ্ছে। পুরনো কোনও পরিচিতের সঙ্গে দেখা হয়ে যেতে পারে।

Advertisement

স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে হতে পারে। তা ছাড়া কিডনি, প্রস্রাব জনিত রোগ, নাক, কা‌ন, গলার কোনও সমস্যা হতে পারে। মা-বাবার শরীর নিয়ে চিন্তা না থাকলেও, জীবন সঙ্গীর শরীর নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। সময়মতো খাওয়া বা ঠিক মতো নিজের পরিচর্যা না করলে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে।

বিদ্যার্থীদের জন্য বছরটি খুব ভাল বলে মনে হয়। শিক্ষার জন্য বিশেষ সহযোগিতা পেতে পারেন। উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। পরিশ্রমী ও অধ্যাবসায়ে বিশেষ মনোযোগ প্রয়োজন।

Advertisement

কর্ম বা ব্যবসা যা-ই হোক, এ বছর বেশ ভাল থাকবে। বেকারদের কর্ম প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। যে ব্যবসা অনেক দিন ধরে বন্ধ হয়ে গিয়েছে, তা আবার নতুন করে শুরু হতে পারে। তবে যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের খুব সতর্ক থাকতে হবে। কোনও রকম ফাটকা উপায়ে উপার্জন না করাই ভাল হবে। উপযুক্ত অর্থ সঞ্চয় এ বছর হতে পারে।

আরও পড়ুন: গ্রহ পীড়িত? গ্রহের বীজমন্ত্র জেনে জপ করুন, শান্তিলাভ হবে

পুরনো প্রেম থেকে বিবাহের সম্ভাবনা রয়েছে। যুগলের মনের আশা পূর্ণ হতে পারে। তৃতীয় সম্পর্ক বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে।

দাম্পত্য জীবনে বেশ সুখকর। তবে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। ছোটখাটো অশান্তি থাকলেও মধুর সম্পর্ক পরস্পরের মধ্যে বজায় থাকবে। বাড়ির গুরুজনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। সন্তানদের ওপর বিশেষ নজর প্রয়োজন। আপনার উন্নতি এ বছর নিকটবর্তী আত্মীয়দের মনেও হিংসার ঝড় তুলতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন