আজকের দিন- দিনটি শুভাশুভ মিশিয়ে চলবে। কর্মদক্ষতার কারণে কর্মস্থানে সকলের মন জয়। তবে নিজের কাজে সন্তুষ্ট হবেন না। আপনার নামে কেউ মিথ্যা অপবাদ রটাতে পারেন। শত্রুরা হেনস্থা করতে পারেন।
এই বছর- এই বছর আয় হবে খুব ভাল, কিন্তু সেই তুলনায় সঞ্চয় হবে না। মানসিক উদ্বেগ থাকবে বছরের প্রথম দিকে, তবে তা বছরের মধ্য ভাগে এবং শেষ ভাগে থাকবে না। সন্তানদের জন্য পারিবারিক আনন্দ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে প্রশংসা এবং সম্মান দুই-ই প্রাপ্তি হতে পারে। দাম্পত্য সম্পর্কে মাধুর্য থাকবে। বন্ধুর কাছ থেকে সহায়তা চাইতে হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য এই বছরটা খুবই শুভ প্রমাণিত হতে পারে। বছরের মধ্য ভাগে দূরে কোথাও ভ্রমণ হতে পারে।
চরিত্র– এঁরা নিজের কাজ নিজে করতে পছন্দ করেন। পরিষ্কার-পরিছন্ন থাকাটা এঁদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এঁরা ভবিষ্যতে নামীদামি কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। উচ্চশিক্ষার যোগ দেখা যাচ্ছে। সব সম্পর্ককেই এঁরা সম্মান করতে পারেন। বন্ধুর উপরে এঁদের খুব বিশ্বাস থাকে।