অলসতা পুষে রাখলে কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে যদি খরচের কোনও আলোচনা হয়, তা হলে আপনি কোনও মতামত রাখতে যাবেন না।
ভাগ্য মন্দ বলা যায় না, তবে খুব যে সঙ্গ দেবে তা নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভাল সময়। দাম্পত্যজীবনে আনন্দ থাকবে ভরপুর, সন্তানদের নিয়েও কোনও চিন্তা থাকবে না।