দিনটা অর্থের দিক থেকে খুব ভাল থাকবে। তবে বুঝে খরচ করতে হবে।
লেখাপড়ার জন্য যদি কোনও সুযোগ আসে, তা হলে সেটা হেলায় হারানো ঠিক হবে না। তেমন কোনও বড় বিপদের আশঙ্কা নেই, তবে চলাফেরায় খুব সতর্কতা প্রয়োজন। শুভ চিন্তা নিয়ে চললে সারা দিনে শুভ কিছু ঘটতে পারে। জীবনসঙ্গী এমন কোনও কাজ করবেন, যা দেখে আনন্দ হবে।