Auspicious Time for Shravan Vrat

শ্রাবণের প্রথম সোমবার ২১ জুলাই, শিবের মাথায় জল ঢালার শুভ সময় কখন? বাকি সোমবারগুলি কখন জল ঢালবেন?

শ্রাবণ মানেই শিবের মাস। ভোলেবাবার আশীর্বাদ লাভের আশায় অনেকেই সোমবারের ব্রত পালন করেন। কিন্তু শিবের মাথায় জল ঢালতে হবে সঠিক সময় দেখে। তা হলে বিশেষ ফলপ্রাপ্তি হবে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৫:৪০
Share:

—প্রতীকী ছবি।

বাংলা বছরের চতুর্থ মাস হল শ্রাবণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়। পুরাণ মতে, এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব সমুদ্রমন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষমুক্ত করেন। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়। শুভ ক্ষণে পুজো করতে পারলে খুব ভাল ফল পাওয়া যায়। জেনে নিন শ্রাবণের সোমবারগুলির শুভ ক্ষণ।

Advertisement

৫ শ্রাবণ, ২১ জুলাই, সোমবার:

একাদশী তিথি- সকাল ৯টা ৩৯ মিনিট পর্যন্ত।

Advertisement

অমৃতযোগ- ভোর ৬টা ৫২ মিনিট পর্যন্ত, পুনরায় ১০টা ২৫ মিনিট থেকে ১টা ২ মিনিট পর্যন্ত।

মাহেন্দ্রযোগ– সকাল ৩টে ৪১ মিনিট থেকে ৫টা ২৬ মিনিট পর্যন্ত।

১২ শ্রাবণ, ২৮ জুলাই, সোমবার:

চতুর্থী (শুক্লপক্ষ)- রাত ১১টা ২৫ মিনিট পর্যন্ত।

অমৃতযোগ- ভোর ৬টা ৫৫ মিনিট পর্যন্ত, পুনরায় ১০টা ২৫ মিনিট থেকে ১টা ১ মিনিট পর্যন্ত।

মাহেন্দ্রযোগ– দুপুর ৩টে ৩৯ মিনিট থেকে বিকেল ৫টা ২৩ মিনিট পর্যন্ত।

১৯ শ্রাবণ, ৪ অগস্ট, সোমবার:

দশমী (শুক্লপক্ষ)- সকাল ১১টা ৪২ মিনিট পর্যন্ত।

অমৃতযোগ- ভোর ৬টা ৫৭ মিনিট পর্যন্ত, পুনরায় ১০টা ২৬ মিনিট থেকে ১টা ১ মিনিট পর্যন্ত।

মাহেন্দ্রযোগ– দুপুর ৩টে ৩৮ মিনিট থেকে বিকেল ৫টা ২১ মিনিট পর্যন্ত।

২৬ শ্রাবণ, ১১ অগস্ট, সোমবার:

দ্বিতীয়া (কৃষ্ণপক্ষ)- সকাল ১০টা ৩৪ মিনিট পর্যন্ত।

অমৃতযোগ- ভোর ৬টা ৫৮ মিনিট পর্যন্ত, পুনরায় ১০টা ২৫ মিনিট থেকে ১২টা ৫৮ মিনিট পর্যন্ত।

মাহেন্দ্রযোগ– দুপুর ৩টে ৩৫ মিনিট থেকে ৫টা ১৭ মিনিট পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement