Tips to Please Jupiter

দেবগুরু কুপিত হলে নেমে আসে ঘোর বিপদ! অর্থ থেকে পেশা, সর্ব ক্ষেত্রে সমস্যা হয়, রেহাই মেলার উপায় কী?

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি শুভ গ্রহ বলেই খ্যাত। কিন্তু জন্মছকে দেবগুরু যদি খারাপ অবস্থানে থাকে তা হলে জীবন বিভীষিকাময় হয়ে ওঠে। সেটিকে শান্ত রাখার উপায়গুলি জেনে নিন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৫:১০
Share:

—প্রতীকী ছবি।

বৃহস্পতি আমাদের শান্তির কারক। এরই সঙ্গে বৃহস্পতিকে জীবতত্ত্বেরও কারক হিসাবে মনে করা হয়। জন্মছকে বৃহস্পতি যদি খারাপ অবস্থানে থাকে তা হলে জীবনের শান্তি বিঘ্নিত হয়। অর্থসঙ্কটের মুখে পড়তে হয়। জীবনে হঠাৎ করেই টাকাপয়সা সংক্রান্ত সমস্যার সূত্রপাত ঘটে। কর্মক্ষেত্রেও এর খারাপ প্রভাব পড়ে। মনের স্থিরতা কমে যায়। কাজে মন বসে না। ফলে সমস্যা আরও বাড়তে থাকে। এই অবস্থায় সহজ কিছু কাজ করলে উপকার পাওয়া সম্ভব। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

দুর্বল বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য কী কী করতে হবে?

১. বৃহস্পতির সঙ্গে হলুদ রঙের সম্পর্ক রয়েছে। তাই প্রতি বৃহস্পতিবার করে হলুদ রঙের জামা পরতে হবে। যে কোনও শুভ কাজে যাওয়ার সময়ও হলুদ রঙের জামা পরে যেতে পারলে ভাল হয়।

Advertisement

২. যেহেতু বৃহস্পতি জীবতত্ত্বেরও কারক তাই বাজার থেকে তিনটি হলুদ পাখি কিনে আনুন। তার পর তাদের খাঁচার বাঁধন থেকে মুক্ত করুন। এতে দেবগুরু অত্যন্ত তুষ্ট হন ও ভাল ফল দান করেন। এই কাজটি যে কোনও সপ্তাহের বৃহস্পতিবার করা যেতে পারে। যদি এক দিনে তিনটি পাখি কেনা সম্ভব না হয়, তা হলে পর পর তিনটি সপ্তাহে বৃহস্পতিবার করে একটি পাখিকে মুক্ত আকাশে ছাড়লেও হবে।

৩. বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পুজো করুন। শিব ও ভগবান বিষ্ণুর পুজো করতেই হবে। এ ছাড়া কলা গাছ এবং অশ্বত্থ গাছের পুজো করলেও বৃহস্পতির ভাল ফল পাওয়া যায়।

৪. স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন। দারুণ ফল লাভ করবেন। সপ্তাহের প্রতি দিন এই কাজটি করা সম্ভব না হলে, কেবল বৃহস্পতিবার করেও করতে পারেন।

৫. সাধ্যমতো দান করুন। গরুকে খাবার খাওয়ান। এতেও বৃহস্পতি সন্তুষ্ট হবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement