Tips to Please Mahadev

শ্রাবণের পুজোয় দেবাদিদেবকে প্রিয় ফুল দিলেই হবে না, সৌভাগ্যের স্বাদ নিতে ভোগও দিন প্রভুর মনের মতো

শ্রাবণ মহাদেবের মাস। বাবার করুণা লাভ করতে মন দিয়ে পুজো করার সঙ্গে সঙ্গে পছন্দের ভোগও দিতে হবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১১:৪৫
Share:

—প্রতীকী ছবি।

চলছে শ্রাবণ মাস। হিন্দু ধর্মের সকলের কাছে এই মাসটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয়, এই শ্রাবণ মাসে সমুদ্রমন্থনকালে মহাদেব নিজের গলায় বিষ ধারণ করে বিশ্বকে বিষমুক্ত করেছিলেন। এই মাস জুড়ে শিবের উপাসনা করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে। তবে শ্রাবণ মাসে মহাদেবের উপাসনাকালে বিশেষ কয়েকটি জিনিস মাথায় রাখতে হয়। সেগুলির মধ্যেই একটি হল মহাদেবকে ভোগ হিসাবে কী দেওয়া হচ্ছে। কয়েকটি জিনিস রয়েছে যেগুলি ভোলেবাবা খুব পছন্দ করেন। সেই তালিকায় কোন কোন খাদ্যদ্রব্য রয়েছে জেনে নিন।

Advertisement

মহাদেবের পছন্দের তালিকায় কী কী খাবার রয়েছে?

পঞ্চামৃত: শিবের পুজোয় পঞ্চামৃত দান আবশ্যিক। দুধ, দই, ঘি, চিনি এবং মধু দিয়ে পঞ্চামৃতটি তৈরি করতে হবে। পুজো শেষে সেই পঞ্চামৃত মুখে দিয়ে উপবাস ভাঙতে হবে। তার পর অন্যান্য প্রসাদ, খাবার খাওয়া যেতে পারে, তার আগে নয়।

Advertisement

বাতাসা: বাড়িতে অন্যান্য জিনিস না থাকলে, কেবল বাতাসা দিয়েও মহাদেবের পুজো করা যায়। দেবাদিদেব বাতাসা খেতে পছন্দ করেন বলে বিশ্বাস করা হয়।

মরসুমি ফল: দেবাদিদেবের আরাধনায় মরসুমি ফল ব্যবহার করতে হবে। পাঁচ রকমের ফল দিতে পারলে খুবই ভাল হয়। সম্ভব না হলে, এক রকম বা তিন রকমও দেওয়া যেতে পারে। জোড়ের বদলে বিজোড় সংখ্যার ফল দেওয়াকেই বেশি কার্যকরী বলে মনে করা হয়।

মিষ্টি: মহাদেব মিষ্টি খেতে খুব পছন্দ করেন। দোকান থেকে মিষ্টি এনে দেওয়ার পাশাপাশি বাড়িতে পায়েস বা ক্ষীর বানিয়ে দিতে পারলেও খুব ভাল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement