—প্রতীকী ছবি।
শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। এই মাসের সমুদ্রমন্থনকালে দেবাদিদেব হলহল পা করেছিলেন। এ ছাড়াও বিশ্বাস করা হয়, শ্রাবণেই দেবাদিদেব ও পার্বতীর পুনরায় মিলন হয়েছিল। এই মাসে অনেকেই প্রত্যেকটা সোমবার উপবাস রেখে বাবার নামে পুজো দেন। আবার কেউ কেউ প্রথম এবং শেষ সোমবার এই উপবাস রাখেন। শ্রাবণ মাসে যদি উপবাস রাখার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা পালন করা হয়, তা হলে মনের সকল ইচ্ছাপূরণ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়।
টোটকা:
১) শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবকে ২১টা দুর্বা অর্পণ করুন। এতে আপনার দীর্ঘ দিন ধরে পূরণ না হওয়া মনস্কামনা সহজেই পূরণ হবে।
২) পুজো দেওয়ার সময় বাবাকে অবশ্যই একটা ধুতরো ফল অর্পণ করুন।
৩) শ্রাবণ মাসে বাড়িতে নিজের মেয়ে-বোনকে আদর-আপ্যায়ণ করুন। এতে শুধু যে মেয়ে বা বোনের মঙ্গল হবে তা-ই নয়, আপনার বাড়িরও মঙ্গল হবে।
৪) মহাদেবের মাথায় অখণ্ড চাল নিবেদন করুন। তবে খেয়াল রাখবেন চালের উপর যেন কোনও ভাবে হলুদ না লাগানো থাকে।
৫) পড়াশোনার সঙ্গে যুক্তরা এই মাসে রাত্রিবেলা সবুজ মুগডাল জলে ভিজিয়ে রাখুন এবং সকালে মহাদেবকে অর্পণ করুন। এতে মনোযোগ বৃদ্ধি পাবে ও সফলতার পথ প্রশস্ত হবে।
৬) যাঁদের মাঙ্গলিক দোষ রয়েছে, তাঁরা শ্রাবণে লাল চন্দন গঙ্গাজলে মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন। এতে মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়।
৭) সাদা পদ্ম এবং কালো তিল মহাদেবের খুব প্রিয়। শ্রাবণের সোমবারগুলি মহাদেবকে সাদা পদ্ম এবং শনিবারে কালো তিল অর্পণ করতে পারলে দারুণ ফল লাভ হয়।
৮) যাঁরা দীর্ঘ দিন রোগে ভুগছেন, তাঁরা গঙ্গাজলে চিনি মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন।
৯) কিছুটা গম সারা রাত জলে ভিজিয়ে তার পর সকালে মহাদেবকে অর্পণ করলে ব্যবসায় বৃদ্ধি দেখা যায়।
১০) দীর্ঘায়ু কামনায় মহাদেবের মাথায় দুধ এবং ঘি অবশ্যই অর্পণ করুন।