Tips to Strengthen Venus

সংসারে নিত্য ঝামেলা? কাজে মন নেই? নেপথ্যে কলকাঠি নাড়ছে শুক্র! স্ত্রীকে নির্দিষ্ট একটি জিনিস উপহার দিলেই কেল্লাফতে

শুক্রের কুপ্রভাবে সম্পর্কক্ষেত্রে খারাপ প্রভাব পড়ে। সাজানো সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে কয়েকটি সহজ কাজের মাধ্যমে জন্মছকে দুর্বল শুক্রকে বাগে আনা সম্ভব।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ০৭:৫৫
Share:

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্র মতে, শুক্র হল নান্দনিকতা, সৃজনশীলতা, দাম্পত্যসুখ, শয্যাসুখ প্রভৃতির গ্রহ। আমাদের সম্পর্ক, বস্তুগত সম্পদপ্রাপ্তি, ভোগবিলাস, আরাম-আনন্দ এবং সৃষ্টিশীলতার প্রতীক হল শুক্র। নবগ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হল শুক্র। শুক্রের সুপ্রভাবে জীবন সুখের হয়। শুক্রের সঙ্গ থাকলে বিলাসবহুল জীবনের আনন্দ লাভ করা যায়, সম্পর্ক ক্ষেত্র সুখের হয়। বৃষ ও তুলা রাশির অধিপতি হল শুক্র। শুক্রের কুপ্রভাবে সম্পর্কক্ষেত্রে খারাপ প্রভাব পড়ে। সাজানো সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে কয়েকটি সহজ কাজের মাধ্যমে জন্মছকে দুর্বল শুক্রকে বাগে আনা সম্ভব। তার আগে জেনে নিন জীবনে কী কী লক্ষণ দেখলে বুঝবেন যে শুক্র আপনার থেকে মুখ ফেরাচ্ছে।

Advertisement

জন্মছকে শুক্র খারাপ অবস্থানে আছে কি না কী করে বুঝবেন?

· সম্পদহানি ঘটে ও আর্থিক দিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আর্থিক অবস্থায় ধীরে ধীরে অবনতি ঘটে।

Advertisement

· দুর্বল শুক্রের কারণে সন্তানসুখ থেকে বঞ্চিত হতে হয়। দাম্পত্যজীবন সুখের হয় না।

· জাতক-জাতিকাদের মধ্যে ঢিলেঢালা গয়ংগচ্ছ মনোভাব পরিলক্ষিত হয়। কোনও কাজেই মন বসে না।

· পরকীয়ার প্রতি ঝোঁক বৃদ্ধি পেতে দেখা যায়।

· মিথ্যা বলার প্রবণতা বৃদ্ধি পায়।

· শুক্র দুর্বল থাকলে জাতক-জাতিকারা অল্পতেই রেগে যান বা বিরক্ত হয়ে যান। ধৈর্যের পরিমাণ কমে যায়। মেজাজ খিটখিটে হয়ে যায়।

দুর্বল শুক্রকে শক্তিশালী করার উপায়:

· বিবাববার্ষিকীর দিন বা স্ত্রীর জন্মদিনের দিন তাঁকে একটা হিরের আংটি উপহার দিন। এতে শুক্রের শুভ ফল লাভ করা যাবে। ভাগ্য বদলে যাবে।

· প্রতি দিন সকালে গরুকে একটি করে রুটি খাওয়ান।

· প্রতি সপ্তাহে শুক্রবার করে ‘শুং শুক্রায় নমঃ য়া শুঁ শুক্রায় নমঃ।।’ মন্ত্রটি অন্তত ১০৮ বার জপ করুন।

· প্রতি শুক্রবার উপবাস করুন। এই দিন সাদা বস্তু, যেমন দুধ, মুক্তো, দই, চিনি, আটা, ঘি ইত্যাদি দান করুন।

· কোনও মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement