Tips to Please Lord Shiva

কেবল শিবরাত্রি পালন করলেই হবে না, প্রতি দিন সকালের পাঁচ শুভ অভ্যাসেই হবে মহাদেবের বরপ্রাপ্তি

বিশেষ কয়েকটি সহজ কাজ রয়েছে তা যদি প্রতি দিন সকালে করা যায়, তা হলে খুশি হন মহাদেব। এমনিতে মহাদেবকে তুষ্ট করা জটিল কোনও বিষয় নয়। মন দিয়ে ডাকলেই তাঁর সাড়া পাওয়া যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০৭:৫৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সামনেই শিবরাত্রি। এই বছর ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এ পালিত হবে মহাশিবরাত্রি। বহু শিবের ভক্ত এই দিন উপবাস রেখে শিবের মাথায় জল ঢালবেন। তবে কেবল এক দিন তাঁর উপাসনা করলেই যে শিবের কৃপা লাভ করা যাবে তা কিন্তু নয়। বিশেষ কয়েকটি সহজ কাজ রয়েছে তা যদি প্রতি দিন সকালে করা যায়, তা হলে খুশি হন মহাদেব। এমনিতে মহাদেবকে তুষ্ট করা জটিল কোনও বিষয় নয়। মন দিয়ে ডাকলেই তাঁর সাড়া পাওয়া যায়। শিবের কৃপা লাভের উদ্দেশ্যে প্রতি দিন সকালে কোন কাজগুলি করতে হবে জেনে নিন।

Advertisement

ভোরবেলা ঘুম থেকে ওঠা: শাস্ত্রে বলে, বেলা পর্যন্ত ঘুমোলে ভাগ্যও ঘুমিয়ে পড়ে। এ কথা মিথ্যে নয়। এরই সঙ্গে রুষ্ট হন মহাদেব। তাই বেলা করে ঘুমোনো ছাড়তে হবে। প্রতি দিন ভোরবেলা যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠে পড়তে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে মন ও শরীর চনমনে থাকে, মহাদেবও খুশি হন।

সূর্যপ্রণাম: ঘুম থেকে ওঠার পর বাসি গায়ে ঘুরে বেড়ালে চলবে না। বাসি জামাকাপড় ছেড়ে স্নান করে নিতে পারলে সবচেয়ে ভাল হয়, না হলে হাত-মুখ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। তার পর সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করুন। সূর্যকে জল নিবেদনে খুশি হন মহেশ্বর। এরই সঙ্গে বাড়িতে গাছ থাকলে, সেগুলিকেও জল দিন।

Advertisement

ধ্যান: প্রতি দিনের জীবনধারায় ১০ মিনিট হলেও ধ্যান করা উচিত। বিশেষ করে, দিনের শুরুটা যদি ধ্যান করে করা যায়, তা হলে সারা দিন কাজ করার শক্তি পাওয়া যায়। মনও চনমনে থাকে। তাই সূর্যপ্রণামের পর একমনে ধ্যান করুন। এই সময় যে আপনাকে ভোলেবাবার নামই স্মরণ করতে হবে এমন কোনও ব্যাপার নেই, যে কোনও জিনিস নিয়ে ভাবতে পারেন। তবে আপনাকে শান্তি দেয় এমন জিনিস নিয়েই ভাবতে হবে।

শিবের উপাসনা: ধ্যান করা হয়ে গেলে মহাদেবের উপাসনা করুন। তবে সেটি করার জন্য যে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন তা নয়। সামান্য জল (সম্ভব হলে ও মন চাইলে অন্যান্য জিনিসও দেওয়া যেতে পারে) দিয়ে শিবের অভিষেক করুন ও বেলপাতা দিন। তাতেই মহাদেব তুষ্ট হবেন।

মন্ত্রোচ্চারণ: শিবের উপাসনা শেষে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্রটি উচ্চারণ করে তাঁর কাছে মনোস্কামনা জানান। এই পাঁচ সাধারণ কাজ নিষ্ঠাভরে করতে পারলে শিবের কৃপায় বছরটি সুন্দর হয়ে উঠবে। যে কোনও কাজ বাধার সম্মুখীন না হয়েই করে ফেলতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement