আপনার রাশি অনুসারে দেখে নিন আপনার আকর্ষণ ক্ষমতা কেমন?

মেষ রাশির আকর্ষণ ক্ষমতা তাৎক্ষনিক। মানে অল্প সময়ের জন্য লোকের নজরে এরা পড়ে। আবার খানিক পরে লোকের মন থেকে এরা উধাও হয়ে যায়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ০০:০০
Share:

মেষ রাশি: মেষ রাশির আকর্ষণ ক্ষমতা তাৎক্ষনিক। মানে অল্প সময়ের জন্য লোকের নজরে এরা পড়ে। আবার খানিক পরে লোকের মন থেকে এরা উধাও হয়ে যায়। মেষ রাশির জাতক-জাতিকারা তাদের উদারতার কারণে লোকের কাছে আকর্ষণীয় হয়ে থাকে। কিন্তু মন থেকে এদের সবাই খুব একটা পছন্দ করে না।

Advertisement

বৃষ রাশি: বৃষ রাশির আকর্ষণ ক্ষমতা বেশ ভালই। এদের প্রতি লোকের আকৃষ্ট হওয়ার মূল কারণ এদের গুরুগম্ভীর ব্যক্তিত্ব। এই রাশির জাতক-জাতিকাদের লোক ভয় ও সম্মান করে।

মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের আকর্ষণ ক্ষমতা এদের চোখের মধ্যে থাকে। বাইরে থেকে গম্ভীর, কিন্তু অন্তরে অদ্ভুত আকর্ষণীয় শক্তি এরা বহন করে। বেশির ভাগ ক্ষেত্রে এদের লোকে ভাল না বেসে পারে না।

Advertisement

কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকারা যেখানেই যায় সেখানকার লোকজনের উপর তাৎক্ষনিক প্রভাব বিস্তার করতে এরা সক্ষম হয়। এদের মুখমণ্ডল খুব আকর্ষণীয় হয়।

সিংহ রাশি: এই রাশির আকর্ষণ ক্ষমতা খুব কমিউনিকেটেড। এরা খুব ভাল করে কমিউনিকেট রেখে নিজেদের প্রতি অন্যের আকর্ষণ বাড়াতে পারে।

কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকারা খুব নরম মনের কারণে লোকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। এবং এদের কাজের প্রতি নিষ্ঠার কারণে এরা লোকের কাছে প্রিয় হয়।

তুলা রাশি: এই রাশির আকর্ষণ ক্ষমতা ভাল থাকা সত্ত্বেও সব সময় তা প্রকাশ পায় না।

বৃশ্চিক রাশি: এই রাশির আকর্ষণ ক্ষমতা অত্যন্ত গভীর হয়। বিশেষ করে এই রাশির জাতিকাদের অদ্ভুত আকর্ষণ ক্ষমতা থাকে।

ধনু রাশি: সরল সিধা ব্যক্তিত্বের কারণে এই রাশির জাতক- জাতিকাদের আকর্ষণ ক্ষমতা ভাল হয়।

মকর রাশি: শান্ত কিন্তু গুরুগম্ভীর ব্যক্তিত্বের কারণে এরা লোককে আকর্ষণ করতে পারে।

কুম্ভ রাশি: গভীর জ্ঞান ও সরল স্বভাবের কারণে এরা লোককে আকর্ষণ করতে পারে।

মীন রাশি: ধীর, স্থির, বাস্তব বিচার বূদ্ধির কারণে এই রাশির জাতক-জাতিকারা লোকজনকে আকর্ষণ করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement