রাশি অনুযায়ী ২০২০ সালের শনির গোচর ফল (দ্বিতীয় পর্ব)

আমরা অনেকেই সাধারণত শনিকে অন্যায়ের গ্রহ হিসেবে মানি। কিন্তু সত্যি এটা যে, শনি একটি ন্যায়কারী গ্রহ যে ভালর সঙ্গে ভাল আর খারাপের সঙ্গে খারাপ করে। এটা বলার মানে এই যে, যেমন কর্ম করবেন শনি আপনাকে সেই হিসেবেই ফল দেবে। কেবল শনির গোচরে সঞ্চারের সময় আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে সক্ষম হবেন, যা আপনার ভিত্তি শক্তিশালী করবে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০০:০৫
Share:

আমরা অনেকেই সাধারণত শনিকে অন্যায়ের গ্রহ হিসেবে মানি। কিন্তু সত্যি এটা যে, শনি একটি ন্যায়কারী গ্রহ যে ভালর সঙ্গে ভাল আর খারাপের সঙ্গে খারাপ করে। এটা বলার মানে এই যে, যেমন কর্ম করবেন শনি আপনাকে সেই হিসেবেই ফল দেবে। কেবল শনির গোচরে সঞ্চারের সময় আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে সক্ষম হবেন, যা আপনার ভিত্তি শক্তিশালী করবে।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক শনি গোচর ফল ২০২০-তে আপনার জীবনে রাশি অনুসারে ইতিবাচক আর নেতিবাচক কেমন প্রভাব ফেলতে চলেছে—

তুলা রাশি:

Advertisement

শনি আপনার চতুর্থ আর পঞ্চম ঘরের কর্তা।

২০২০ সালে শনি আপনার চতুর্থ ঘরে উপস্থিত হবে।

যাঁরা কোনও রকম ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা এই বছর ভাল ফল পেতে পারেন।

সব রকমের অহঙ্কার থেকে নিজেকে দূরে রাখুন।

বিনিয়োগের ব্যাপারে ভাল করে চিন্তা ভাবনা করে নিন। কারও কথায় উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না।

বছরের মাঝামাঝি সময় শনি বক্রী হওয়ার কারণে মায়ের সঙ্গে মতের ভেদাভেদ হতে পারে।

মানসিক চাপের পরিস্থিতি থেকে যতটা সম্ভব হয় নিজেকে বাঁচিয়ে রাখুন।

সেপ্টেম্বর মাসের পরে বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে।

বিবাদের পরিস্থিতি সৃষ্টি হলে দূরত্ব বজায় রাখুন।

আরও পড়ুন: রাশি অনুযায়ী প্রাপ্তিযোগে বাধা কাটাবেন কী করে

বৃশ্চিক রাশি:

শনি আপনার তৃতীয় আর চতুর্থ ঘরের কর্তা।

২০২০ সালে শনি আপনার তৃতীয় ঘরে উপস্থিত থাকবে।

শনির গমনের পরে বহু দিন ধরে চলে আসা শনির সাড়ে সাতি শেষ হয়ে যাবে।

কোনও কাজ পরিপূর্ণ করার জন্য আলস্য ত্যাগ করা অত্যন্ত জরুরি, এটা মনে রাখবেন।

নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য আপনার জন্য এই সময়টি খুব ভাল।

শনির পরিবহণের সময় অর্থের বৃদ্ধি হবে।

থেমে থাকা শিক্ষা এই বছর পুরো করতে পারবেন।

ধনু রাশি:

শনি আপনার দ্বিতীয় আর তৃতীয় ঘরের কর্তা।

২০২০ সালে শনি আপনার দ্বিতীয় ঘরে বিরাজমান হবে।

শনির সাড়ে সাতির এটা শেষ সময় যা আপনাকে আপনার পরিশ্রমের ফল অবশ্যই দেবে।

শনির সঞ্চারের সময় অর্থের সঙ্গে জড়িত কোনও সমস্যা আসতে পারে কিন্তু আপনার কোনও কাজ এই কারণে থেমে থাকবে না।

জমি জায়গার সঙ্গে জড়িত মামলায় লাভ হবে।

অর্থের ক্ষেত্রে বাবার সাহায্য পাবেন।

বিদেশ যাওয়ার কথা ভাবলে এই বছরে আপনি বাধার মুখোমুখি হতে পারেন।

আরও পড়ুন: ২০২০ সালে এই পাঁচ রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না

মকর রাশি:

শনি আপনার প্রথম আর দ্বিতীয় ঘরের কর্তা।

২০২০ সালে শনি আপনার দ্বিতীয় ঘরে অবস্থিত হবেন।

শনির সঞ্চারের পরে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হবে, যার জন্য মানসিক চাপের মুখোমুখি হতে পারেন।

এই সময় আত্মবিশ্বাস বাড়বে আর আপনি গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার সাহায্য পাবেন।

ব্যবসার দিক থেকে আয়ের নতুন রাস্তা খুলবে আর আর্থিক অবস্থার উন্নতি হবে।

বিদেশ ভ্রমণের সুবিধা নিতে পারেন।

নতুন বাড়ির স্বপ্ন এই বছর পূর্ণ হতে পারে।

জীবনসঙ্গীর সঙ্গে মতের ভেদাভেদের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, ভেবেচিন্তে কাজ করুন।

নিজের শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখুন আর চলার সময় সাবধানতা বজায় রাখুন।

কুম্ভ রাশি:

শনি আপনার দ্বাদশ আর প্রথম ঘরের কর্তা।

২০২০ সালে শনি আপনার দ্বাদশ ঘরে অবস্থিত হবেন।

এই সময় এই রাশির জাতকদের জন্য শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হবে।

এই জন্য এই সময় আপনাকে জীবনের সব ক্ষেত্রে সাফল্য প্রাপ্ত করার জন্য কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে।

কোনও নতুন কাজ শুরু করার আগে একবার অবশ্যই দ্বিতীয় কারও কাছ থেকে পরামর্শ নিন।

জীবনসঙ্গীর সঙ্গে মতভেদের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সময় নিয়ে কাজ করুন।

ঘরের আসবাব আর নতুন গাড়ি কেনার জন্য খরচ হতে পারে।

আরও পড়ুন: সুখ চান? কোন রাশির সঙ্গী আপনার পক্ষে সঠিক, জেনে নিন

মীন রাশি:

শনি আপনার একাদশ ও দ্বাদশ ঘরের কর্তা।

২০২০ সালে শনি আপনার একাদশ ঘরে থাকবেন।

এই সময়ে একদম নিজের উপর আলস্য আসতে দেবেন না।

এই বছরের সমাজে নতুন পরিচয় মিলবে আর কর্মক্ষেত্রে নতুন স্থান প্রাপ্ত হবে।

বিবাহিত জীবন সুখের হবে, জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন।

স্বাস্থ্যের দিক থেকে শনির গোচরে সঞ্চার আপনার জন্য বেশ লাভদায়ক প্রমাণিত হবে।

সব কাজে বাবা-মায়ের সাহায্য পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন