Lagna

লগ্নের উপর এক একটি গ্রহের প্রভাবে জাতক কেমন হয় জেনে নিন

জন্মকালীন লগ্নের ওপর কোনও না কোনও গ্রহের প্রভাব থাকেই। সেই অনুযায়ী জাতকের স্বভাবগত বৈশিষ্ট্য বলে দেওয়া যায়। লগ্নের ওপর কোন গ্রহের প্রভাবে জাতক কেমন হয় জেনে নিন।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ০৭:৫২
Share:

লগ্নের ওপর কোন গ্রহের প্রভাবে জাতক কেমন হয় জেনে নিন।

জন্মকালীন লগ্নের ওপর কোনও না কোনও গ্রহের প্রভাব থাকেই। সেই অনুযায়ী জাতকের স্বভাবগত বৈশিষ্ট্য বলে দেওয়া যায়। লগ্নের ওপর কোন গ্রহের প্রভাবে জাতক কেমন হয় জেনে নিন।

Advertisement

• লগ্নে চন্দ্র থাকলে জাতক বিপুল সম্পদশালী, ধনী, বলিষ্ঠ ও সুন্দর হন। কিন্তু যদি বৃশ্চিক লগ্নে থাকে তা হলে তিনি জড়বুদ্ধি, দরিদ্র ও নির্ধন হন।

• জাতকের লগ্নে রবি থাকলে, সেই জাতক ছোটবেলায় রোগাক্রান্ত হন। তার চোখের রোগ বেশি হয়।

Advertisement

• লগ্নে বৃহস্পতি থাকলে নানা শাস্ত্রে পণ্ডিত, পবিত্র, ঐশ্বর্যবান, ভোগী ও সবার প্রিয় হন। তিনি সুকবি, প্রিয়দর্শন, দাতা, রাষ্ট্রীয় সম্মান প্রাপ্ত, সুখী ও দেবদ্বিজে ভক্তিপরায়ণ হন।

• জাতকের লগ্নে মঙ্গল থাকলে জাতক শৈশবে বদহজম ও দাঁতের রোগে ভোগেন। তাঁর পোশাক খুব একটা ভাল হয় না। সব ধরনের সুখ থেকে বঞ্চিত হন। কিন্তু মেষ, মকর বা বৃশ্চিক লগ্নে মঙ্গল সব অশুভ ঘটনা নাশ করে।

• লগ্নে বুধ থাকলে জাতক নমনীয়, মধুর স্বভাব, প্রতিভাশালী এবং শান্ত স্বভাবের হন। তিনি নির্মল, সুশীল, পণ্ডিত, ত্যাগী, সত্যবাদী ও সমাজের হিতকারী হন।

• যে সব জাতকের লগ্নে শুক্র থাকে তাঁরা ধার্মিক, জ্যোতিষী, তান্ত্রিক, ভোগী, শাস্ত্রজ্ঞ ও চঞ্চলচিত্তযুক্ত হন। আবার এই শুক্র কন্যা লগ্নে থাকলে জাতক বাচাল, শিল্পী, ধনী, ধার্মিক ও ব্যাধিগ্রস্ত হন।

• লগ্নে শনি থাকলে জাতক বহুরোগী, জরাগ্রস্থ, অগম্য পথের যাত্রী ও হীন হন। কিন্তু মীন, তুলা ও কুম্ভলগ্নে থাকলে le রাজযোগ কারক।

• লগ্নে রাহু থাকলে জাতক ক্রোধী, রোগাক্রান্ত, কুৎসিত, শিল্পী, রক্তনেত্রযুক্ত, সাহসী ও কর্মী হন।

** লগ্নে লগ্নাধিপতি, দ্বিতীয়াধিপতি, পঞ্চমাধিপতি ও একাদশাধিপতি থাকলে কখনও অশুভ ফল লাভ করে না। লগ্নাধিপতি লগ্নে থাকলে রাহু যোগকারক হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন