ছবি: মেটা এআই।
শ্রাবণের সোমবার পালনে যে জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায় তা আমরা অনেকেই জানি। কিন্তু শ্রাবণের শেষ শনিবার পালনের ফলেও যে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে তা অনেকেই জানেন না। শ্রাবণের শনিবার পালন করলে মহাদেব যেমন তুষ্ট হন, তেমনই প্রসন্ন হোন শনিদেব। শনির কুদৃষ্টির কবল থেকে মুক্তি পাওয়া যায়। সাড়েসাতির ভয়ঙ্কর প্রভাব থেকেও কিছুটা হলেও রেহাই মেলে। জেনে নিন এই দিন কী কী করতে হবে।
শ্রাবণের শেষ শনিবার কী কী উপায় মেনে চলবেন?