ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
পৃথিবী এবং চন্দ্র মহাকাশে নিজেদের কক্ষপথে অবিরত ঘুরে চলেছে। পরিভ্রমণ কালে সূর্য, চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে, অর্থাৎ চন্দ্র, পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে। সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের কৌণিক দূরত্বের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। পূর্ণগ্রাস, আংশিক গ্রাস এবং বলয়াকার গ্রাস— এই তিন ধরনের সূর্যগ্রহণ হয়।
২১ সেপ্টেম্বর মহালয়া। সে দিনই ঘটবে বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। দেবীপক্ষের সূচনাকালে ঘটতে চলেছে এই মহাজাগতিক ঘটনা। যদিও এই ঘটনা কেবল মহাজাগতিকই নয়, শাস্ত্রমতে দেশ, রাজনীতি, মানুষের ব্যক্তিগত জীবনের উপরও গ্রহণের প্রভাব পড়ে। সেপ্টেম্বরের এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়। তবে দৃশ্যমান নয় বলেই যে এর কোনও প্রভাব আমাদের উপর পড়বে না সেই ধারণা সম্পূর্ণ ভুল। রাশিচক্রের সমস্ত রাশিকেই কমবেশি বছরের শেষ সূর্যগ্রহণের প্রভাব ভোগ করতে হতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষী। কেউ খারাপ ফল পেলেও, কিছু রাশির ভাগ্যে এই গ্রহণ আশীর্বাদ রূপে নেমে আসতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।
কোন কোন রাশি সূর্যগ্রহণের ফলে লাভবান হবে?
মেষ: মেষ রাশির ব্যক্তিদের জীবনে সূর্যগ্রহণ শুভ সময় বয়ে নিয়ে আসবে। ভাগ্যের বেহাল দশা কেটে যাবে। আটকে থাকা কাজ সহজেই মিটে যাবে। কথাবার্তা বুঝেশুনে বললে সম্পর্কেরও উন্নতি ঘটতে দেখা যাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে কর্মক্ষেত্রে সহজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
কর্কট: সূর্যগ্রহণ কর্কটের ভাগ্য ফেরাবে। বুদ্ধি ও বাক্পটুতার সাহায্যে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের মন জয় করতে পারবেন। মনের মানুষের আচরণে খুশি হবেন। কর্মক্ষেত্রে যাঁরা আপনার ক্ষতি করতে চাইছিল, তাঁদের শায়েস্তা করার দারুণ সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। পরিবারের সকলের সঙ্গে সময়টি খুব ভাল কাটবে।
বৃশ্চিক: বহু দিন ধরে পরিকল্পনা করে চলা কোনও কাজ বৃশ্চিক রাশির ব্যক্তিরা এই সময় করে ফেলতে পারেন। ভালয় ভালয় মিটে যাবে বলে বিশ্বাস। চলমান কোনও সমস্যার হাত থেকে রেহাই পাবেন। দাম্পত্য সম্পর্কে মধুর অধ্যায় শুরু হবে। বিনিয়োগ করে মনের মতো ফল লাভ করবেন। হঠাৎ আর্থিক লাভ হতে পারে।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্যে বড় বদল আসবে। ফাটকা প্রাপ্তি হতে পারে। বহু দিন ধরে চলে আসা পারিবারিক দ্বন্দ্বের অবসান ঘটবে। পরিবারের সকলে মিলে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। শারীরিক অসুস্থতার কবল থেকে মুক্তি পেতে পারেন। দাম্পত্য জীবনেও বিবাদ মিটে যাবে।